নয়াদিল্লি: এ বছর ঘরের মাঠেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তার আগে এমনিতেই যশপ্রীত বুমরার দীর্ঘদিনের চোট ও মাঠের বাইরে থাকা ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে। এরই মাঝে আরেক তারকা ফাস্ট বোলারও সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ভারতীয় অনুরাগী ও টিম ইন্ডিয়ার (Team India) চিন্তা আরও বাড়ালেন। 


শয্যাশায়ী তারকা বোলার


গত সেপ্টেম্বরে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে এক টেস্ট ম্য়াচ খেলার প্রাক্কালে পিঠে চোট পান প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। সেই চোটের পর এখনও মাঠে ফেরা হয়নি তাঁর। প্রায় ছয় মাস কেটে গেলেও তাঁর মাঠে ফেরা নিয়ে কোনও দিনক্ষণ জানা যায়নি। এমনই পরিস্থিতিতে নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শয্যাশায়ী অবস্থায় একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, 'এতদিন ধরে এতগুলি ম্য়াচ খেলতে না পারায় ভীষণ হতাশ। (তবে) দ্রুতই ফিরতে চলেছি।'


 






কবে ফিরবেন প্রসিদ্ধ?


নিজের শারীরিক পরিস্থিতির বিষয়ে প্রসিদ্ধ তেমন কিছু আপডেট না দিলেও, ছবি দেখে অন্তত মনে হচ্ছে তাঁর অস্ত্রোপ্রচার হয়েছে। সামনেই আইপিএল। গত নিলামে বিরাট দামে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। যদি সত্যিই প্রসিদ্ধর অস্ত্রোপ্রচার হয়ে থাকে, তাহলে গোটা না হলেও, অন্তত আইপিএলের সিংহভাগ সময়েই ২৬ বছর বয়সি ফাস্ট বোলারকে পাবে না তাঁর দল। এতদিন মাঠের বাইরে থাকার পর চট করে ম্যাচ ফিটনেস ফিরে পেতেও প্রসিদ্ধকে যে বেশ কসরত করতে হবে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে বিশ্বকাপেও তাঁর অংশগ্রহণের বিষয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।


তবে বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করতে হলে অনেকেই মনে করছেন আইপিএলে মাঠে নেমে প্রসিদ্ধকে ভাল পারফর্ম করতেই হবে। তিনি কবে এখন সেটাই দেখার। সরকারিভাবে কিছু জানানো না হলেও, একাংশের রিপোর্ট দাবি করছে প্রসিদ্ধর মাঠে ফিরতে এখনও ছয় থেকে আট মাস সময় লাগবে বলে ডাক্তাররা অনুমান করছেন। বুমারর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য গোদের ওপর বিষফোঁড়ার মতো এসে যুক্ত বছর ২৬-র ফাস্ট বোলারের এই চোট।


আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে বদলে গেল ভারতীয় দলের হোটেলের ঠিকানা, কিন্তু কেন?