নয়াদিল্লি: ডারবানে একদিনের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। ম্যাচ জেতানো সেঞ্চুরি করে নায়ক অধিনায়ক কোহলি। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের ক্রিকেট অনুরাগীরা। শুধু অনুরাগীরাই নন, কোহলির পারফরম্যান্সে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও। স্বামী দক্ষিণ আফ্রিকায়। তিনি দেশে শ্যুটিংয়ে ব্যস্ত। এই অবস্থায় নিজের মতো করে উচ্ছ্বাস প্রকাশ করলেন অনুষ্কা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন্সটাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে তৈরি করলেন একটা কাহিনী। এভাবেই দক্ষিণ আফ্রিকায় একদিনের ম্যাচে কোহলির প্রথম সেঞ্চুরির উদযাপন করলেন তিনি।

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

কোহলি ১১৯ বলে ১১২ রান করেছেন। একদিনের ক্রিকেটে তাঁর ৩৩ তম শতরান। কোহলির ইনিংস সাজানো ১০ টি বাউন্ডারিতে। তৃতীয় উইকেটে আজিঙ্কা রাহানের সঙ্গে জুটিতে ১৮৯ রান ভারতের জয়ের ভিত গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকায় এটাই ভারতের সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ। রাহানে করেন ৮৬ বলে ৭৯ রান। ৪.৩ ওভার বাকি থাকতেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
রান তাড়া করতে নেমে 'চেজ মাস্টার' কোহলি গতকাল তার ২০ তম সেঞ্চুরি করেন। এরমধ্যে ১৮ টি ক্ষেত্রেই ভারত জিতেছে। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে শতরানের পর বিয়ের আংটিতে চুম্বন করে অনুষ্কাকে বার্তা দিয়েছিলেন কোহলি।





এবার অনুষ্কাও স্বামীর সাফল্যে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন।