প্যারিস: বেআইনিভাবে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় লিবিয়ার উপকূলে ডুবে গেল একটি নৌকা। ৯০ জন সমুদ্রে তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি অভিবাসী।
রাষ্ট্রপুঞ্জের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র অলিভিয়া হেডন বলেছেন, ‘আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী থাকায় ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায়। লিবিয়ার জুবারা শহরের কাছে সমুদ্রের তীরে ১০ জনের দেহ ভেসে ওঠে। তাঁদের মধ্যে আট জন পাকিস্তানি এবং দু’জন লিবিয়ার নাগরিক। সম্প্রতি পাকিস্তানি অভিবাসীদের সংখ্যা বেড়ে গিয়েছেন। তাঁরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি ও ইউরোপে প্রবেশ করতে চাইছেন। এর ফলেই দুর্ঘটনা ঘটছে।’
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরার্ড কলম্ব বলেছেন, ‘বৃহস্পতিবার ক্যালাইস শহরে অভিবাসীদের মধ্যে সংঘর্ষে ২২ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জন গুলিতে জখম। সংগঠিত অপরাধীরাই এই ঘটনা ঘটিয়েছে। এই ধরনের হিংসা রোখার জন্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ক্যালাইসে থাকা অভিবাসীরা ব্রিটেনে চলে যাওয়ার চেষ্টা করছেন। সেখানে উত্তেজনা থাকায় পুলিশের আরও দু’টি বাহিনীকে পাঠানো হচ্ছে।’
ক্যালাইসের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, আফগানিস্তান ও ইরিত্রিয়ার অভিবাসীরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান। আশ্রয় শিবিরে খাবার সরবরাহ করার সময়ই সংঘর্ষ শুরু হয়। লাঠি নিয়ে একে অপরকে মারার পাশাপাশি তাঁরা পাথরও ছুড়তে থাকেন। গুলিও চালানো হয়। অভিবাসীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা অস্বাভাবিক ঘটনা।
লিবিয়ার উপকূলে পাচারকারীদের নৌকাডুবি, ৯০ জনের মৃত্যুর আশঙ্কা, অধিকাংশই পাকিস্তানি
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2018 06:13 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -