মুম্বই: হাই প্রোফাইল বিয়ে সারা। পুরোপুরি কাজের দুনিয়ায় ফিরে এসেছেন অনুষ্কা শর্মা। এখন তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবি সুই ধাগা নিয়ে। এই ছবির জন্য সেলাই শিখেছেন অনুষ্কা। সুই ধাগার সেটে অত্যন্ত সাধারণভাবে দেখা গেল তাঁকে।



সুই ধাগা। মানে ছুঁচ সুতো। ছবিতে অনুষ্কার নায়ক বরুণ ধবন। এই প্রথম একসঙ্গে কাজ করছেন তাঁরা। ছবিটি কেন্দ্রের মেড ইন ইন্ডিয়াকে মাথায় রেখে। সুই ধাগার অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে অনুষ্কা-বরুণের হাতে কলমে সেলাই শেখার ছবি।

[embed]https://twitter.com/AnushkaSharma/status/957833375267610625?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fanushka-sharmas-look-from-sui-dhaaga-is-all-about-simplicity-780786[/embed]

 



ছবির পরিচালক শরত কাটারিয়া। তিনি দম লাগা কে হেঁইসা-রও পরিচালক ছিলেন। প্রযোজক মণীশ শর্মা। দেখুন সুই ধাগার ট্রেলার


আজই ছবিটি মুক্তি পাওয়ার কথা।