অনলাইনে সাড়া ফেলেছে বাহুবলী খ্যাত অনুষ্কা শেট্টির সিনেমা ‘ভাগমথী’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2018 09:49 AM (IST)
NEXT
PREV
মুম্বই: ‘বাহুবলী’ সিনেমায় ‘দেবসেনা’-র চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। দেবসেনা চরিত্রের অভিনেত্রী অনুষ্কা শেট্টি ফের আলোচনার কেন্দ্রে। তাঁর সুপারহিট সিনেমা ভাগমথী (Bhaagamathie) অনলাইনে রিলিজ করা হয়েছে। বক্স অফিসে এই সিনেমা দারুণ সাফল্য পেয়েছিল। এবার অনলাইনের সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। ইউটিউবে সিনেমাটি এখনও পর্যন্ত ২৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। গত কয়েকজিনে এই সিনেমা ইউটিউবে ট্রেন্ডিং হিসেবে থেকেছে।
উল্লেখ্য, ‘ভাগমথী’ তেলগু সিনেমা। অনলাইনে এর হিন্দি ডাব রিলিজ করা হয়েছে। এটি একটি হরর থ্রিলার, চলতি বছরের গত ২৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমায় অনুষ্কা শেট্টিকে আইএএস অফিসার চঞ্চলার ভূমিকায় দেখা গিয়েছে।
৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৭৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
এই সিনেমায় অভিনয়ের জন্য অনুষ্কাকে ২০১২-তে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই সময় তিনি ‘বাহুবলী’ ও ‘রুদ্রমদেবী’ সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। এই দুটি সিনেমা মুক্তি পাওয়ার পর অনুষ্কা ভাগমথী-র কাজ সম্পূর্ণ করেন। এর পরিচালক জি অশোক।
মুম্বই: ‘বাহুবলী’ সিনেমায় ‘দেবসেনা’-র চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। দেবসেনা চরিত্রের অভিনেত্রী অনুষ্কা শেট্টি ফের আলোচনার কেন্দ্রে। তাঁর সুপারহিট সিনেমা ভাগমথী (Bhaagamathie) অনলাইনে রিলিজ করা হয়েছে। বক্স অফিসে এই সিনেমা দারুণ সাফল্য পেয়েছিল। এবার অনলাইনের সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। ইউটিউবে সিনেমাটি এখনও পর্যন্ত ২৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। গত কয়েকজিনে এই সিনেমা ইউটিউবে ট্রেন্ডিং হিসেবে থেকেছে।
উল্লেখ্য, ‘ভাগমথী’ তেলগু সিনেমা। অনলাইনে এর হিন্দি ডাব রিলিজ করা হয়েছে। এটি একটি হরর থ্রিলার, চলতি বছরের গত ২৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমায় অনুষ্কা শেট্টিকে আইএএস অফিসার চঞ্চলার ভূমিকায় দেখা গিয়েছে।
৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৭৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
এই সিনেমায় অভিনয়ের জন্য অনুষ্কাকে ২০১২-তে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই সময় তিনি ‘বাহুবলী’ ও ‘রুদ্রমদেবী’ সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। এই দুটি সিনেমা মুক্তি পাওয়ার পর অনুষ্কা ভাগমথী-র কাজ সম্পূর্ণ করেন। এর পরিচালক জি অশোক।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -