ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2018 08:50 AM (IST)
মুম্বই: টিনসেল টাউনের অন্যতম মিষ্টি দম্পতির নাম শাহিদ কপূর-মীরা রাজপুত। ২০১৫ সালে তাঁদের বিয়ে...তারপর থেকেই শাহিদের পাশে তাঁর স্ত্রীর নজরকাড়া উপস্থিতি সবসময়ই দেখা যায়। ছবির দুনিয়ায় কোনও ব্যাকগ্রাউন্ড না থাকলেও, মীরা অনেকের মধ্যে থেকেও অন্যন্যা। সদ্যই তিনি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন, সৌজন্যে একটি বিপনীর বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনটি মীরা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আবার পোস্ট করেছেন। বিজ্ঞাপনে সপ্রিতভ, আত্মবিশ্বাসী মীরা স্বাভাবিকভাবেই সকলের নজর কেড়েছেন। তবে তাঁর স্বামী অভিনেতা শাহিদ কপূরের মন্তব্য থেকে একটি বিষয় পরিস্কার স্ত্রীকে এভাবে দেখে তিনি এককথায় হতবাক।