সদ্যই ৩৬ পা দিলেন বাহুবলী খ্যাত 'দেবসেনা' অনুষ্কা শেট্টি, তাঁর রূপের গোপন রহস্য নিজেই জানালেন অভিনেত্রী
এই প্রতিটি তথ্য বিভিন্ন সাক্ষাতকারে নানা সময় বলেছেন অনুষ্কা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুতে যাওয়ার অন্তত দু থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেন।
রাত আটটার মধ্যে নৈশভোজ নিয়ম করে শেষ করেন।
প্রতিদিন ব্যয়াম করেন, প্রচুর পরিমাণের শাক-সবজি, ফল খান।
চুলের কন্ডিশনিং থেকে শুরু করে গোড়া মজবুত করা এবং চাকচিক্য বাড়ানো সবেতেই সাহায্য করে এই তেলগুলো।
চুলে অলিভ ওয়েল, ক্যাস্টর ওয়েল, সরষের তেল এবং নারকোল তেল, সবই মাখতে অভ্যস্থ অনুষ্কা।
সুন্দর চুলের জন্যে সপ্তাহে অন্তত তিনদিন মাথায় তেল মাখেন অনুষ্কা।
হাঁটু, কনুই, দেহের এই সমস্ত কালো জায়গা থেকে রেহাই পেতে লেবুর রস এবং ছোলা পেষা একসঙ্গে মিশিয়ে মাখেন অনুষ্কা
জল এবং জল, দিনে ৬ লিটার জল খান অনুষ্কা। এবং কোনও কসমেটিক সার্জারি নয়, সাধারণ উপায়ই নিজেকে সুন্দর রাখেন অনুষ্কা। প্রতিদিন সকালে পাঁউরুটি মধু দিয়ে খান তিনি। মধুর যে ভাল প্রভাব সেটা অনুষ্কার ত্বকের ওপর স্পষ্ট দেখা যায়।
গতকালই ছিল বাহুবলী দেবসেনার ৩৬ বছরের জন্মদিন। নিজেকে লাবণ্যময়ী রাখতে কী করেন অনুষ্কা, সেকথা তিনি নিজেই জানিয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -