মুম্বই: অনুষ্কা শর্মা, তিনি নিজের অভিনয়ের মান এর আগে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। নিজের প্রযোজনার প্রথম ছবি ‘এনএইচ-১০’ দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন সকলে। সম্প্রতি তাঁর প্রযোজনার দ্বিতীয় ছবি ‘ফিলাউরি’তে পঞ্জাবি অভিনেতা দিলজিত দোসাঞ্জির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভূতের চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা। এবার তাঁর তৃতীয় ছবিতে কার্যত বাঙালিদের জন্যে অপেক্ষা করছে নতুন চমক। বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরী’ ছবিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুষ্কা।

এই ছবিটি অনুষ্কা ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি করছেন। আজ তাঁর ২৮ বছরের জন্মদিন। আজকের দিনেই নিজের পরবর্তী প্রযোজনা সম্পর্কে ঘোষণা করলেন অভিনেত্রী। ছবি প্রসঙ্গেও তিনি যথেষ্ট আশাবাদী।

এই ছবির বিষয় একইরকম আশাবাদী বাংলার পরমব্রতও। ছবির শ্যুটিং শুরু হবে আগামী জুন থেকে। পরিচালনা করছেন নবাগত প্রসিত রায়।