মুম্বই: কলম্বো-বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক থেকে অভিনেতা অভিনেত্রীরা, সাধারণ মানুষ শোকাহত গোটা পৃথিবী। শোকস্তব্ধ বি-টাউনও। বলিউডের অভিনেতা অভিনেত্রীরা কেউ শোকজ্ঞাপন করেছেন আবার কেউ সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। রবিবার সকালে গির্জায় ইস্টার উপলক্ষ্যে প্রার্থনা চলছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। সেইসময় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো, প্রথমে ৬টা তারপর আরও ২টো। মোট ৮টা বিস্ফোরণে প্রায় ২০০ জনের মৃত্যু হয়। আহত হন অসংখ্য মানুষ। টুইটারে কলম্বো-বিস্ফোরণ নিয়ে বলিউড তারকারা কে কী প্রতিক্রিয়া দিয়েছেন, দেখে নেব- জ্যাকলিন ফার্নান্ডেজ বলেছেন, 'শ্রীলঙ্কার ঘটনা খুবই দুঃখজনক। হিংসা একবার শুরু হলে তা ধারাবাহিক ভাবে চলতেই থাকবে, এবার তাকে বন্ধ করার সময় এসেছে।' অনুষ্কা শর্মা লিখেছেন, 'আমরা শ্রীলঙ্কার প্রত্যেকটি মানুযের জন্য এই দুঃখের মূহূর্তে প্রার্থনা করছি। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।' ভিকি কৌশল লিখেছেন, 'শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করি।' অর্জুন কপূর লিখেছেন, 'শ্রীলঙ্কার মসজিদে এমন গুরুত্বপূর্ন একটি দিনে হামলার ঘটনা আমায় ব্যাথিত করেছে। ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য প্রার্থনা করি।' হুমা খুরেশি লিখেছেন, 'একটি দুঃখের দিন। কি হচ্ছে আমাদের পৃথিবীতে!' সিদ্ধার্থ মলহোত্র লিখেছেন, 'ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য সমবেদনা। আমরা সন্ত্রাসমুক্ত পৃথিবী কামনা করি।' পরিনীতি চোপড়া লিখেছেন, 'শ্রীলঙ্কার মতো শান্ত দেশে এমন ঘটনা ঘটবে তা ধারণার বাইরে। ক্ষতিগ্রস্থদের পরিবারের কথা ভাবছি। তাদের জন্য আমার সমবেদনা ও ভালোবাসা।' 'আমি ভাবতেই পারছিনা এমন একটা দিনে কেউ গনহত্যার পরিকল্পনা করতে পারে। এটা একটা দুঃখের ইস্টার', টুইটারে লিখছেন সোহা আলি খান। ব্যোমান ইরানি লিখেছেন, 'পরিস্থিতির কথা কল্পনা করেই আমার কষ্ট হচ্ছে। শ্রীলঙ্কার খবরে আমি শোকাহত।' বিবেক ওবেরয় লিখেছেন, 'আমি গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদীদের ধিক্কার।' পরিচালক মধুর ভান্ডারকর লিখেছেন, 'এতগুলো নিরীহ মানুষকে হত্যা করা লজ্জার। আমি প্রার্থনা করছি সবাই শক্ত হোক।'