কলকাতা: আবহাওয়া যাই হোক না কেন... ফুচকা খাওয়ার জন্য তা সবসময়েই উপভোগ্য। ২, ৪, ৬, ৮... আরে বাবা ফুচকা খেতে শুরু করলে কি আর হিসেব করলে চলে? আর খানেওয়ালা যদি কোনও খাদ্যরসিক বাঙালি হন, তাহলে তো কথাই নেই!
এই যেমন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। খেতেও ভালবাসেন, খাওয়াতেও। বাইরে বেরোতে অনেকেই ভয় পাচ্ছেন এখন। তবে ফুচকার টানকে অবহেলা করতে পারেননি অভিনেত্রী। হাজির হয়েছেন ফুচকা দাদার কাছে। থুতনিতে মাস্ক নামিয়ে চলতে 'ফুচকা-পার্বন'।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'ফুচকা, উফফফ... যে কোনও পরিস্থিতিতে।' অর্থাৎ অবস্থা যেমনই হোক না কেন, ফুচকাকে না বলতে তিনি পারবেন না।
সম্প্রতি আরও একটি খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, 'বিয়ের ২৪ গড়ানোর পর আইবুড়ো ভাত'। এক পিকনিকে গিয়ে নতুন বছরে সেই ভিডিওটি করেন তিনি। বছর শেষে রাস্তার গরিব মানুষদের পাশে দাঁড়াতেও দেখা যায় অভিনেত্রীকে। করোনার দ্বিতীয় ঢেউয়েও তাঁর কাজ মানুষের মনে জায়গা করে নিয়েছিল।