নয়াদিল্লি: সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের (Coronavirus) সংখ্যা। সেই সঙ্গে নতুন ভাইরাস ভ্যারিয়েন্টের আগমন বলিউডের একাধিক ছবি মুক্তিকে স্থগিত করেছে। জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এমন প্রায় সব ছবিরই তারিখ পিছিয়ে গিয়েছে। একইসঙ্গে যে সমস্ত ছবি ইতিমধ্যেই হলে চলছিল, সেগুলিও ক্ষতির মুখে পড়ছে। রণবীর সিংহের '৮৩' (83) ছবিও কঠিন জায়গায় রয়েছে কারণ ওমিক্রন (Omicron) আতঙ্কের পরে থিয়েটারগুলিতে মানুষের উপস্থিতি ন্যূনতম হয়ে গেছে। ফলে অর্থ পুনরুদ্ধার করতেও বেশ বেগ পেতে হচ্ছে ছবি নির্মাতাদের।


সম্প্রতি শোনা যাচ্ছিল যে ছবির নির্মাতারা '৮৩'-কে সিনেমা হল থেকে সরিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার কথা ভাবছেন। যদিও তারপরের খবর অনুযায়ী, সিনেমাহলে মুক্তির ৮ সপ্তাহের মধ্যে '৮৩' ছবির ওটিটি মুক্তি (OTT Release) হচ্ছে না। 


ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 'এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। সিনেমাটি দর্শকদের থিয়েটারে গিয়ে দেখার জন্য আকৃষ্ট করছে। এছাড়া এখনও অনেক জায়গায় সিনেমাহল খোলা রয়েছে। সেই কারণে ওটিটিতে মুক্তির সময় ৪ সপ্তাহ থেকে পিছিয়ে ৮ সপ্তাহ করা হয়েছে।'


আরও পড়ুন: Sathyaraj Covid Positive: হাসপাতালে 'কাটাপ্পা', করোনা আক্রান্ত অভিনেতা সত্যরাজ


অন্যদিকে দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ এবং ফের বাধাপ্রাপ্ত সিনেমা জগৎ। বাধা পড়েছে বলিউডের একাধিক ছবির কাজেও। সলমন খানের (Salman Khan) আগামী বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর (Tiger 3) শ্যুটিংও একই কারণে বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি থেকে দিল্লিতে (New Delhi) একটি বিস্তৃত অংশের শ্যুটিং করার কথা ছিল ছবির টিমের। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই সম্ভব হচ্ছে না।


সূত্রের খবর, 'এই সময়টা বড় আউটডোর শ্যুটিং প্ল্যান করার জন্য সঠিক নয়। ওমিক্রন আতঙ্ক সত্যিই জাঁকিয়ে বসেছে এবং এই সময় ছবির নির্মাতারা সচেতন হওয়ার পথ বেছে নিয়েছেন, এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ১২ জানুয়ারি থেকে টানা যে কঠিন ১৫ দিনের শ্যুটিং শিডিউল করা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে এবং অবশ্যই দিল্লির অবস্থা ভেবেও। এই শিডিউলটা পরে প্ল্যান করে করা হবে।'


'টাইগার ৩' ছবিটি সলমন খানের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই ছবিতে আরও একবার জুটি বাঁধতে দেখা যাবে সলমন ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)।