কলকাতা: প্রথমবার নেতিবাচক মুখ্যচরিত্রে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর বিপরীতে রয়েছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। ছবির পরিচালক আতিউল ইসলাম ও ছবির নাম 'বানসারা'। আকর্ষণীয় এক গল্প নিয়ে আসছে বনি আর অপরাজিতা আঢ্য। বনিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।
গল্পের নাম বানসারা। বানসারা হচ্ছে পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। এই গ্রামের বনদেবীর নামানুসারেই এই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে তিনি নাকি কোনও ঘটনায় অপরাধীদের নিজের হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সবকিছুই দেবী গ্রামের সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেয় বড়মার মাধ্যমে। এই বড়মা হলের গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। তাঁর নাম গৌরিকা দেবী। এই চরিত্রেই দেখা যাবে অপরাজিতাকে। তিনিই বানসারার জন্য একটি নিয়মাবলি তৈরি করে রেখেছেন। ইনিই নিজেকে বানসারার রক্ষক বলেন, তবে তিনি একাধারে রাজনীতিবিদও।
হঠাৎ এই গ্রামে দেবীর হাতে একের পর এক খুন হতে থাকে। গ্রামে হতে থাকে বিভিন্ন ধরণের বেআইনি কাজ। এই সমস্ত কাজ বন্ধ করতে এবং এই খুনের কিনারা করতে গ্রামে এসে পৌঁছন পুলিশ অফিসার অজিতেশ। এই চরিত্রেই দেখা যাবে বনি সেনগুপ্তকে। এই অফিসারের হাত দিয়ে নাকি সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে আর এই অফিসার নাকি সবচেয়ে বেশিবার ট্রান্সফার হয়েছেন। এই গ্রামেরই এক শিক্ষিকা সুভদ্রা। সে গৌরীকা দেবী অর্থাৎ বড়মার ভীষণ প্রিয় পাত্রী। এই চরিত্রে দর্শক দেখতে পাবেন মুন সরকারকে।
ইতিমধ্যেই এই গ্রামকে সমস্ত কালো ছায়া এবং অভিশাপ থেকে মুক্ত করতে আসে একজন কাপালিক। এই চরিত্রে দেখা যাবে বিশ্বরূপ বিশ্বাসকে। অন্যদিকে, এই গ্রামের সমস্ত ঘটনা, সমস্ত ক্রাইম, সমস্ত অলৌকিকতা এবং গ্রামের বনদেবীর প্রভাব নিয়ে এই গ্রামে একটি তথ্যচিত্র করতে আসেন একজন ফিল্মমেকার। এই ভূমিকায় অভিনয় করছেন, লিজা ভৌমিক। গৌরিকা দেবীর অনুগত এবং একজন নিষ্ঠাবান পুরোহিতের ভূমিকায় দেখা যাবে ভাস্কর দত্তকে। এছাড়াও রয়েছে টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রীকে।
মাইথোলজির চাদরে মোড়া এই ক্রাইম থ্রিলারের শেষে কী হবে, সেই রহস্যের উন্মোচন হবে গল্পের একেবারে শেষে। সামনেই শুরু হবে ছবির শ্যুটিং।
আরও পড়ুন: Anupam Roy: তারার মতো জ্বলল অনুপমের গান, সুরে, আবেগে ভাসলেন কলকাতার দর্শকেরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে