মুম্বই: মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক প্রয়াত । যিনি অমিতাভ বচ্চনের 'মর্দ' হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন।  রবিবার আমেরিকায় মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মৃত্যুর আগে তিনি শারীরিকভাবে অনেকদিন ধরেই ভুগছিলেন। এবার শেষ রক্ষা হয়নি। চির ঘুমের দেশে হেলেনা লিউক।


  'উনি আমার ব্রেনওয়াশ করেছিলেন,বিশ্বাস করিয়ে ছাড়িয়েছিলেন, যে তিনি আমার যোগ্য পুরুষ'


যদিও তার মৃত্যুর প্রকত কারণ এখনও সামনে আসেনি। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, 'অস্থির বোধ করছি। একটা মিশ্র আবেগ কাজ করছে। কিন্তু কেন তা জানি না।' মিঠুনের সঙ্গে তাঁর বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি।  স্টারডাস্ট ম্যাগাজিনে এনিয়ে তিনি মুখ খুলেছিলেন। 'উনি আমার ব্রেনওয়াশ করেছিলেন। বিশ্বাস করিয়ে ছাড়িয়েছিলেন, যে তিনি আমার যোগ্য পুরুষ। দুভার্গ্যের কথা সেটা তিনি আমাকে বিশ্বাস করাতে সফল হয়েছিলেন।'


'মিঠুনের সঙ্গে আমার বিয়েটা ধোঁয়াটে, অনেকটা দুঃস্বপ্নের মত'


হেলেনা লিউক আরও বলেন যে,' মিঠুনের সঙ্গে আমার বিয়েটা ধোঁয়াটে। অনেকটা দুঃস্বপ্নের মত। আমিই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলাম। ডিভোর্স চেয়েছিলাম। তিনি এখন বড় তারকা হতে পারেন, কিন্তু সেই জন্য আমি আমার সিদ্ধান্ত বদলাব না। সে ধনী হলেও তাঁর কাছে ফিরে যাব না। আমি কোনও খোরপোশ চাইনি।' 


হেলেনা লিউককে দেখা গিয়েছিল, অমিতাভ বচ্চনের ছবি 'মর্দ' হিন্দি সিনেমায়


মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউককে দেখা গিয়েছিল, অমিতাভ বচ্চনের ছবি 'মর্দ' হিন্দি সিনেমায়। তবে দীর্ঘসময় তিনি নিজেকে ফিল্মি আলোর রোশনাই থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। থাকতেন আমেরিকায়। তাঁর মৃত্যুর খবর বান্ধবী কল্পনা আইয়ার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা।


 '....তার ঠিক একবছর পর হেলেনা লিউকের সঙ্গে বিয়ে করেন মিঠুন'


প্রসঙ্গত, এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে মমতা শঙ্করের বিয়ের পাকা কথা হয়েছিল । যদিও তা পূর্ণতা পায়নি। নানা কারণ সেই বিয়ে হয়নি।এরপর ১৯৭৮ সালে চন্দ্রদয় ঘোষকে বিয়ে করেন মমতা শঙ্কর। তার ঠিক একবছর পর হেলেনা লিউকের সঙ্গে বিয়ে করেন মিঠুন। তবে তা বেশিদূর এগোয়নি।এরপরেই মিঠুন দ্বিতীয়বার বিয়ে করেন। সাত পাকে বাধা পড়েন যোগিতা বালির সঙ্গে। 


আরও পড়ুন, মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা ! ভক্তের 'মন্নত' পূরণ শাহরুখের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।