নয়াদিল্লি: অসুস্থ দাদা, দিনদিন খারাপ হচ্ছে শরীর। কিন্তু তাঁকে দেখতে যাওয়ার সময়ই পাচ্ছেন না তারকা 'শিষ্য'। এবার তাই 'গুরু'র কাছে একবার আসার অনুরোধ জানালেন তাঁর বোন কংগ্রেস নেত্রী জ়রিতা লাইতফ্লাং (Congress leader Szarita Laitphlang)। আর এই শিষ্য স্বয়ং কিং খান (Shah Rukh Khan)। ঘটনা ঠিক কী?


অসুস্থ 'গুরু' এরিক ডি'সুজা, দেখা করার জন্য শাহরুখ খানকে অনুরোধ বোনের


সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন জ়রিতা। যেখানে তিনি বলিউডের বাদশাহ্ শাহরুখ খানকে অনুরোধ জানিয়েছেন একবার তিনি যেন এসে তাঁর প্রাক্তন শিক্ষক, জ়রিতার দাদা এরিক ডি'সুজার (Eric D'Souza) সঙ্গে দেখা করে যান যিনি এখন মৃত্যুশয্যায়। সূত্রের খবর, এরিকের স্বাস্থ্যের অবস্থার অবনতি হচ্ছে প্রতিনিয়ত। মুম্বই থেকে এসে গোয়ায় দেখা করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তাই জ়রিতা। 


একটি ভিডিও বার্তায় জ়রিতা বলেন, 'দয়া করে খানিক সময় বের করে এসে ওঁর সঙ্গে দেখা করে যান। মুম্বইয়ের থেকে গোয়া খুব বেশি দূর নয়। মাত্র ১ ঘণ্টার বিমানপথ। ওঁর স্বাস্থ্যের অবস্থা সত্যিই অত্যন্ত খারাপ, এবং উনি আর কথা বলতে পারেন না।' 


তিনি এই ভিডিও পোস্ট করে লেখেন, 'এটি আমার শেষ আবেদন, দাদা এরিক এস ডি'সুজার পাশে বিনীতভাবে শাহরুখ খানের উপস্থিতির অনুরোধ করে ওঁর কাছে পৌঁছানোর আমার শেষ প্রচেষ্টা। প্রত্যেক দিন, দাদার স্বাস্থ্য দুর্বল হচ্ছে, প্রত্যেক মুহূর্তে ওঁর অবস্থা আরও খারাপ হচ্ছে। মুম্বই, ফ্লাইটে মাত্র এক ঘণ্টা দূরে, তাঁর দুর্বল হৃদয়ে সান্ত্বনা আনার সম্ভাবনা রাখে। আপনি এলে উনি অত্যন্ত খুশি হবেন, ওঁর অন্ধকার সময়ে খানিক আশার আলো আসবে।'


 






এছাড়াও তিনি তাঁর এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শাহরুখের সঙ্গে দাদা এরিক ডি'সুজার বন্ধনের প্রমাণ হিসেবে। 'যাঁরা হয়তো সন্দেহ করতে পারেন, তাঁদের জন্য...' একটি ভিডিও পোস্ট করেন। একইসঙ্গে তিনি এও জানান যে তিনি শাহরুখ খানের ম্যানেজার অর্থাৎ পূজা দাদলানির মাধ্যমে অভিনেতার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছেন, কিন্তু কোনও লাভ হয়নি।


আরও পড়ুন: Angana-Rohaan-Rooqma: ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অঙ্গনা, মনখারাপ রোহনের, এবার পার্বতী রুকমা






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।