কলকাতা: সম্প্রতি বাড়িতে বিয়ের আসর সম্পন্ন হয়েছে। ব্যস্ততার ফাঁকেই কাজও শুরু করেছেন নতুন ছবির। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya)। গতকালই সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্ট রীতিমতো ভাইরাল (Viral Post) হয়। আজ ফের একবার মন জয় করলেন অভিনেত্রী। ঘরে তুললেন লক্ষ্মী, দাদা-বৌদির ভাতকাপড় অনুষ্ঠানের ঝলক ভাগ করে নিতেই ফের ভালবাসার বন্যা সোশ্যাল মিডিয়ায়। (Aparajita Adhya Brother Marriage)


দাদা-বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান, অপরাজিতা ঘরে তুললেন 'লক্ষ্মী'


বেশ অনেকটা বয়সেই এসেই দাদার জীবনে দিদিমা ও মায়ের পছন্দ করা পাত্রীকেই সঙ্গী করে নিয়ে এসেছেন অপরাজিতা। 'সহজ সরল' দাদার হাত ধরার সঙ্গী 'রানি দিদি'কে এবার ঘরে তোলার পালা। সমস্ত দায়িত্ব পালন করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তারই একটিতে দেখা যাচ্ছে নতুন কনের দুই পায়ে নূপুর পরিয়ে তাঁকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন অপরাজিতা। ভিডিও পোস্ট করে এদিন ক্যাপশনে লেখেন, 'ভাত কাপড়ের অনুষ্ঠান। ঘরের লক্ষ্মীর আরাধনা।' গত ২ অগাস্ট অভিনেত্রীর দাদার বিয়ে সম্পন্ন হয়েছে। 


 






সঙ্গে ফেসবুকে একাধিক ছবি ও আরও ভিডিও পোস্ট করেন তিনি। পরিবারের অন্যান্যদের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবি। আর কমেন্ট বক্স ভরেছে শুভ কামনায়। কেউ লিখলেন, 'শুভেচ্ছা রইল দু'জনের নতুন জীবনের জন্য'। আবার কেউ লেখেন, 'রানিদিদিকে রানির মতো লাগছে। আমি যে কত খুশি হয়েছি! ঈশ্বর তোমাদের ভাল রাখুন, এই প্রার্থনা করি।' 


 



 


এদিন ফেসবুক লাইভে এসে অপরাজিতা আঢ্য জানান তাঁর ব্যক্তিগত জীবনের নানা কথা। তাঁর কথায় বারবার উঠে আসে নতুন বৌদির প্রসঙ্গ। অভিনেত্রীর জানাচ্ছেন 'রানি দিদি কাজের বাইরে আমাদের জন্য প্রাণপাত করেছেন। সেটা লাইভে স্বীকার না করলে চলে না।' অভিনেত্রী জানান তাঁর দাদা বহুদিন ধরেই শারীরিক ও মানসিক নানা রোগে আক্রান্ত। প্রচুর ওষুধ, একাধিক চিকিৎসার মধ্যে দিয়ে জীবন কাটান। মায়ের মৃত্যুর পর তাঁর অবস্থার অবনতি হয়। তিনি চেয়েছিলেন দাদাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে, কিন্তু চিকিৎসকদের পরামর্শে সেই সিদ্ধান্ত বাতিল করেন। সেই সময়েও অভিনেত্রীর দাদার সবটা সামলেছেন এই 'রানি দিদি'। তাঁর কথায় শুধু নামে নয়, তিনি 'মনের দিক থেকেও রানি'। রানি দিদির হাতেই নায়িকার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায় স্পষ্ট বিভিন্নভাবেই তিনি রানি দিদির কাছে কৃতজ্ঞ। আজ তাই দাদার সঙ্গে রানি দিদির বিয়েতে তিনি যারপরনাই খুশি। 


আরও পড়ুন: Adil Hussain Post: আদিল না ইউসুফ? অলিম্পিক্সের 'ভাইরাল' শ্যুটারের সঙ্গে অভিনেতাকে গুলিয়ে ফেললেন অনুরাগী?



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।