মুম্বই: সোশ্যাল মিডিয়ায় এখন জোর গন্ডগোল! তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেচের (Yusuf Dikeç) সঙ্গে নাকি নেটিজেনরা গুলিয়ে ফেলেছেন অভিনেতা আদিল হুসেনকে Adil Hussain)। বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে ৫১ বছর বয়সী ডিকেচ। এই অলিম্পিক্সে (Olympics 2024) শুধু নিজের চোখের চশমা পরেই প্যারিস কাঁপালেন ডিকেচ। ছিল না অন্যান্য শ্যুটারের মতো চেনা পোশাক। ওভাবেই জেতেন রুপো। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তাঁর সঙ্গে আদিল হুসেনের মিল খুঁজে পেয়েছেন সাধারণ মানুষ। কীভাবে গন্ডগোলের সূত্রপাত?
আদিলের সঙ্গে ডিকেচকে গুলিয়ে ফেললেন নেটিজেনরা! কী বলছেন অভিনেতা?
তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেচের অলিম্পিক্সে রুপো জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) এক নেটিজেন পোস্ট করেন দুটো ছবি। প্রথম ছবিতে ইউসুফ ডিকেচ এক হাতে শ্যুটিং রাইফেল নিয়ে, অন্য হাত পকেটে রেখে তৈরি। পরের ছবিতে ভারতীয় অভিনেতা আদিল হুসেন। পোস্টের ক্যাপশনে লেখেন, 'শুভেচ্ছা আদিল হুসেন স্যার তুরস্কের জন্য অলিম্পিক্স ২০২৪-এ রুপোর পদক জয়ের জন্য। সম্মান।'
ওই ব্যবহারকারী ইউসুফ ডিকেচকে অভিনেতা আদিল হুসেন ভেবে ভুল করে বসেন। সেই পোস্ট অবশ্য আদিল রিট্যুইটও করেন। তাঁর লেখা ক্যাপশনেই স্পষ্ট যে 'ভুল' বেশ উপভোগ করছেন তিনি। সেই পোস্ট শেয়ার করে ভুল ধরিয়ে মজা করেই অভিনেতা লেখেন, 'যদি এই ঘটনাটা সত্যি হত... হয়তো এখনও খুব দেরি হয়ে যায়নি শুরু করার জন্য... যেহেতু আমার শরীরি ভাষাও এমনই শুধু এবার স্কিলটা তৈরি করতে হবে...'। এরসঙ্গে উচ্চস্বরে হাসির একটি ইমোজিও যোগ করেন তিনি।
অন্যদিকে, কাজের ক্ষেত্রে আদিল হুসেনকে শেষ দেখা গিয়েছে 'উলঝ' ছবিতে, জাহ্নবী কপূরের সঙ্গে। থ্রিলার ঘরানার এই ছবি সুহানা ভাটিয়া নামক সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনারের গল্প বলে। লন্ডনে এক জটিল মিশনের গল্প দেখা যায় এই ছবিতে। ২ অগাস্ট এই ছবি মুক্তি পায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।