কলকাতা: বাড়ির বিয়ের কারণে বেশ ব্যস্তই ছিলেন তিনি। দাদার বিয়ে বলে কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কেন এত বয়সে হঠাৎ দাদার বিয়ে দিলেন অপরাজিতা, সেই প্রশ্নই উঠেছিল। প্রশ্ন উঠেছিল নববধূকে নিয়েও। ফেসবুক লাইভে এসে, সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দিলেন অপরাজিতা। 


অভিনেত্রী জানিয়েছেন, তাঁর দাদার শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা রয়েছে, তাঁকে সেই সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়। সেই কারণেই আগে দাদার বিয়ে দিতে পারেননি অপরাজিতা। যাঁর সঙ্গে অপরাজিতার দাদা-র বিয়ে হয়েছে, তাঁর নাম রানি। অপরাজিতা ডাকেন রানি দিদি বলে। এই মেয়ের সঙ্গেই দাদার বিয়ে ঠিক করেছিলেন অপরাজিতার দিদা। তখন অবশ্য অনেক ছোট ছিলেন এই 'রানি-দিদি'। অপরাজিতার দিদাকে খুব ভালবাসতেন তিনি। কিন্তু সেই সময়ে হঠাৎ অপরাজিতার দিদা মারা যাওয়ার ফলে সেই সময়ে বিয়ে দেওয়া সম্ভব হয়নি। 


এরপরে অপরাজিতার মা তাঁর দাদাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। ভেবেছিলেন, ছেলের স্ত্রী হিসেবে ঘরে আনবেন রানিকেই। অপরাজিতার মা যখন অসুস্থ ছিলেন, তখন তাঁর অনেক সেবা করেছেন রানি, এমনটাই জানিয়েছেন অপরাজিতা। রানির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অপরাজিতার মা, তখনও পৌঁছাতে পারেননি অপরাজিতা। অভিনেত্রীর কথায়, 'আমি নিজের মেয়ে হয়ে আমার মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারিনি। রানি দিদি আমার মায়ের জন্য, আমার দাদার জন্য যেভাবে সেবা করেছে, যেভাবে নিজের ব্যক্তিগত জীবনকে বিসর্জন দিয়ে কাজ করেছে সেটা স্বীকার না করলে অপরাধ করা হবে।'


অপরাজিতার মায়ের মৃত্যুর পরে, রানির সঙ্গে তাঁর দাদার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন অপরাজিতারই এক বন্ধু, স্কুলের শিক্ষিকা অর্পিতা। তিনিই দায়িত্ব নিয়ে এই বিয়ের যাবতীয় আয়োজন করেছিলেন। সবসময়ে সঙ্গে সঙ্গে ছিলেন অপরাজিতাও। অভিনেত্রীর মায়ের ইচ্ছা ছিল, তাঁর বাড়িতেই যেন ছেলের বিয়ে হয়। সেই ইচ্ছা পূরণ করতেই নিজের পুরনো বাড়িতে দাদার বিয়ে দেন অপরাজিতা। নিজের হাতে বরণ করে নেন রানিকে। অভিনেত্রীর কথায়, 'রানি দিদি আজ থেকে আমাদের রানি মা। তিনি যেন রানির মতোই থাকেন, সেটাই আমাদের আশা।'



আরও পড়ুন: Amir Khan on Darr: শাহরুখ নয়, 'ডর'-এর অফার প্রথমে এসেছিল আমির খানের কাছে!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।