কলকাতা: কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে চূর্ণ করল আর্জেন্তিনা। পৌঁছে গেল ফাইনালে। গোটা ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন মেসি (Messi)। আর এলএমটেনের গোল দেখে নস্টালজিক হয়ে পড়লেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। ক্যাম্প ন্যুর ঘাসে হাঁটার দিনগুলোর স্মৃতিচারণা করে একগুচ্ছ ছবি পোস্ট করলেন।


ক্যাম্প ন্যু-র ঘাসে হাঁটার দিনের স্মৃতিচারণা অপরাজিতার-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। তাঁকে দেখা যাচ্ছে বার্সেলোনা স্টেডিয়ামে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'মেসিকে গোল করতে দেখে নস্টালজিক হয়ে পড়লাম। স্মৃতির স্মরণিতে হাঁটতে শুরু করলাম যখন ক্যাম্প ন্যু-র ঘাসে হেঁটেছিলাম সেই দিনগুলো।' এরপরই মেসিকে প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রী।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Devoleena Bhattacharjee Marriage: বিয়ে করলেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য, দেখে নিন ছবিগুলো


প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালের প্রথমার্ধেই গোল করলেন মেসি (Lionel Messi)। সেই সঙ্গে গড়ে ফেললেন নতুন এক নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে এতদিন আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির ছিল বাতিস্তুতার। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে ১০ গোল ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্তিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির। তিনিই এখন আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক। সেই সঙ্গে কিলিয়ান এমবাপেকেও ধরে ফেললেন মেসি। ফ্রান্সের তারকা চলতি বিশ্বকাপে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি তাঁর চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে এমবাপেকেও গোলসংখ্যায় ধরে ফেললেন মেসি। চলতি বিশ্বকাপে তাঁরও ৫ গোল হয়ে গেল।