তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: মধ্যরাতে হঠাৎ গাড়িতে ইঁট, ভাঙচুর! অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিয় গিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর শ্যুটিং সারতে। শ্যুটিং শেষ হতে হতে প্রায় রাত ১২টা বাজে। তারপর একটা ফোন আসায় স্টুডিও থেকে রূপটান ঘরে চলে যান অপরাজিতা। আর ঠিক সেই সময়েই নাকি এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে।               


এবিপি লাইভকে গোটা ঘটনার কথা জানিয়েছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর বয়ানে, 'স্টুডিওর সামনেই রাখা ছিল আমার গাড়িটা। দাদার ফোন আসায় আমি সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। বাকি সবাই তখন শটে ছিল। ওইসময় কেউ স্টুডিও সামনে থাকলে বড়সড় ক্ষতি হতে পারত। আমার গাড়িটা কেবল সামনে ছিল। আর তাই ওটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙেছে, দুমড়ে গিয়েছে কিছুটা অংশ। গাড়িতে আমি থাকলে ইটটা আমার মুখে এসে লাগত।'                                                             


আরও পড়ুন: Kothamrito: নির্বাক আবেগে অভিমান ভাঙানোর চেষ্টা, অপরাজিতা-কৌশিকের রসায়ন ফুটে উঠল নতুন গানের সুরে


রাত গড়ালেও শ্যুটিংয়ের কারণে লোকজনের আনাগোনা লেগেই থাকে স্টুডিওপাড়ায়। সবার অলক্ষ্যে এসে ইট ছোঁড়া কী করে সম্ভব? অপরাজিতা বলছেন, 'আমি ফোন করেছিলাম আজ সকালে। আমায় জানানো হয়, একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের কাজ এটা। প্রায় ৩০০-৪০০ ইট ছোঁড়া হয়েছে রাতে। ২৫-৩০টা ইট এসে পড়েছে স্টুডিওর ভিতরেই। জানি না এটা কি করে একজন মানুষের কাজ হতে পারে!'     



                                                               


অপরাজিতার সেই গাড়ি (নিজস্ব চিত্র)


 


গাড়ি খুব প্রিয় অভিনেত্রীর। ক্ষতি হওয়ায় তাঁর গলায় ভরাট মনখারাপ। অপরাজিতা বলছেন, 'কাল ঘুমের ওষুধ খেয়েও ঘুমতে পারিনি সারারাত। সকালে উঠে খুব কান্নাকাটি করেছি। শ্যুটিংয়ে যেতেই ইচ্ছা করছিল না। গাড়িটা আমার খুব প্রিয়। ক্ষতি হলে বড্ড মনখারাপ হয়।'