কলকাতা: এই গান অভিমান ভাঙানোর। মুক্তি পেল কথামৃত (Kothamrito)-র নতুন গান 'এবার মুখ তোলো'। না বলা গল্পের এক সমীকরণ নিয়ে আসছে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly)-এর নতুন ছবি। পরিচালনায় জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। এটি পরিচালকের দ্বিতীয় ছবি।
এই গল্প কথা না বলেও অনেক কিছু বলে যাওয়ার, অনুভূতির আর সম্পর্কের। যিনি কথাই বলতে পারেন না, তাঁর কথা কী করে অমৃত সমান হবে? তিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির ট্রেলার। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন অপরাজিতা ও কৌশিকের রসায়নের ঝলক। নির্বাক এক দাম্পত্য কীভাবে বেঁধে বেঁধে থাকে, সেই গল্পই বলবে এই ছবি।
পরিচালকের প্রথম ছবি 'শেষের গল্প'-তেও ছিল অন্যরকম একটি সম্পর্কের স্বাদ। নতুন ছবি 'কথামৃত'-তেও এক পরিণত সম্পর্কের গল্পই ফুটিয়ে তোলা হবে। ইতিমধ্যেই এই ছবির একটি গান মুক্তি পেয়েছে, 'থেকেছি ভাবে আড়িতে'। আর আজ নতুন গান মুক্তি পেল, এবার মুখ তোলো। গোটা গানে ধরা পড়ল কৌশিক-অপরাজিতার এক পরিণত রসায়নের গল্প।
আরও পড়ুন: Anirban Bhattacharyya: ফের গায়ক অনির্বাণ, দেবরাজের সঙ্গে গলা মেলালেন 'সাজো সাজাও'-তে