কলকাতা: স্বপ্ন পূরণের লক্ষ্যে স্থির অপু। শেষ ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হলেই বিডিও হওয়ার লক্ষ্য পূরণ হবে তাঁর। কিন্তু শুভ কাজে বেরিয়ে রাস্তায় যে অন্য কিছু অপেক্ষা করছিল তাঁর জন্য, তা কে জানত? ঠিকই ধরেছেন, কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'অপরাজিতা অপু' (Aparajita Apu) নিয়ে।
বিডিও হওয়ার ফাইনাল ইন্টারভিউ দিতে চলেছে অপু। সঙ্গে অবশ্যই রয়েছে দিপু। কিন্তু তাঁকে আটকাতে যার পর নাই চেষ্টা চালিয়ে যায় যুথিকা। অপুর ব্রাহ্মি শাকের শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সে। সেই বাধা টপকেও ইন্টারভিউর পথে এগোয় অপু ও দিপু। আর সেই পথেই তাঁরা হঠাৎ দেখতে পায় একজন অসহায় বৃদ্ধাকে। তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। সাধারণ মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করে অপু। সেই কারণেই মূলত তাঁর বিডিও হওয়ার স্বপ্ন দেখা। স্বাভাবিকভাবেই ওই অচৈতন্য বৃদ্ধা মহিলাকে দেখে অপু ঠিক করে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। এদিকে ইন্টারভিউ দিতে যাওয়াও প্রয়োজনীয়। দিপু তাঁকে বারবার মনে করায় যে ইন্টারভিউতে সময়ে পৌঁছতেই হবে। কিন্তু একজন অসহায় মানুষের প্রাণের চেয়ে ইন্টারভিউকে বেশি গুরুত্ব দিতে নারাজ অপু।
আরও পড়ুন: Jamuna Dhaki Update: ৫০০ পর্ব পূর্ণ 'যমুনা ঢাকি' ধারাবাহিকের, দর্শকদের ধন্যবাদ দিলেন নির্মাতারা
তাঁকে কি শেষপর্যন্ত হাসপাতালে পৌঁছে দিতে পারে অপু? কী হবে শেষপর্যন্ত? অপু কি সময় শেষ হওয়ার আগে ইন্টারভিউ দিতে পৌঁছতে পারবে? আর তাঁর স্বপ্ন, সেটাও কি এখানেই শেষ? না কি এই টালমাটাল অবস্থা থেকেই নতুন কোনও স্বপ্নের শুরু হবে? দর্শকদের এই সমস্ত প্রশ্নেরই উত্তর মিলবে জি বাংলার 'অপরাজিতা অপু' ধারাবাহিকে।
বৃষ্টি ভেজা রাস্তায় জোর কদমে চলছে শ্যুটিং। সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে ধরা দিলেন 'অপরাজিতা অপু' ধারাবাহিকের অপু ও দিপু। ক্য়ামেরাবন্দি হলেন ধারাবাহিকের বিডিও। তাঁর কথায়, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দেখতে পান অপুকে। অপু তখন অজ্ঞান হয়ে পড়ে থাকা বৃদ্ধার সুশ্রুষায় ব্যস্ত। এতেই কি নতুন দিশা পাবে অপু? ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোয় অঘটনের আভাস পেয়ে গিয়েছেন দর্শক ইতিমধ্যেই। এরপর কী হবে সেই সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর মিলবে 'অপরাজিতা অপু' ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।