কলকাতা: মোবাইল (Smartphone) থেকে হোক কিংবা কম্পিউটার (Computer) থেকে কিংবা ল্যাপটপ (Laptop) থেকে, আজ যেখান থেকেই গুগল (Google) খুলুন না কেন, সেখানেই সকলের পছন্দের খাবার পিৎজা (Pizza) দেখতে পাচ্ছেন তো? শুধু পিৎজা দেখতেই পাওয়া যাচ্ছে না। প্লে বাটনে ক্লিক করলেই পিৎজার মজাদার গেমও খেলতে পারছেন। কিন্তু আজ আচমকা গুগল ডুডলে (Google Doodle) পিৎজা (Google Doodle Pizza Game) নিয়ে সেলিব্রেশন কেন হচ্ছে? জানতে ইচ্ছে করছে তো?


গুগলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ব্যবহারকারীদের এই প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ২০০৭ সালে আজকের দিনেই ইউনেসকোর পক্ষ থেকে ' দ্য কুলিনারি আর্ট অফ নেপোলিটান 'পিৎজাউলো''-র (the culinary Art of Neapolitan 'Pizzaiuolo' ) সূচনা হয়েছিল। তাই বিশ্বের সবথেকে জনপ্রিয় খাবার পিৎজারে নিয়ে সেলিব্রেট করছে গুগল ডুডল।


আরও পড়ুন - আসছে বড়দিন, মধুমেহ রোগীদের জন্য সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কেক


কম্পিউটার থেকে হোক কিংবা মোবাইল থেকে আজ গুগল পেজ খুললেই গুগল ডুডলে পিৎজার দুর্দান্ত মজাদার গেমও পাওয়া যাচ্ছে। সেই গেম ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ খেলেও ফেলেছেন। প্লে বাটনে ক্লিক করলেই আপনার সামনে একটি পিৎজা দেখতে পাবেন। যেদিকে আপনাকে পিৎজার আকারে কেটে নিতে হবে। যত বেশি টুকরোতে আপনি পিৎজা কাটতে পারবেন, গেমের শেষে তত বেশি মানুষ খেতেও পাবেন। পিৎজা কাটার পরই দেখবেন কতজন এসে পিৎজার কাটা টুকরো নিয়ে গেলেন।



কী এই 'দ্য আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো'?
জানা যাচ্ছে এই দ্য আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো' শুরু হয়েছিল নেপলসে। সেখানে চারটি ধাপে পিৎজা তৈরির ডো কাঠের উনুনে বেক করে তৈরি হত। পিৎজা তৈরির এই পদ্ধতিই এখনও সারা বিশ্বে জনপ্রিয়।


আরও পড়ুন - Health Tips: রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে কীভাবে রসুন খাবেন?