কলকাতা: প্রতিবার বাড়ির প্রতিমাকে নিজের হাতে সাজিয়ে তোলেন তিনি। এইবছর লাল টুকটুকে শাড়িতে সেজেছেন তাঁর বাড়ির লক্ষ্মীপ্রতিমা। সকাল থেকেই ভোগে, আয়োজনে ব্যস্ত তিনি। প্রতি বছরের মতোই। লক্ষ্মীপুজোর দিনে অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddhya)-র দিনলিপির খোঁজ নিতে তাঁর বাড়ি পৌঁছল এবিপি আনন্দ।
এই বছর লক্ষ্মীপুজোর পরিকল্পনা কী কী রয়েছে? ভোগ গোছাতে গোছাতে ব্যস্ত অপরাজিতা উত্তর দিলেন, 'গতকাল রাতে মাকে সাজিয়েছি। লাল শাড়ি, সোনার গয়নায় এক্কেবারে বাঙালি সাবেকি সাজ। রঙও করেছি। গত দু-বছর আমাদের বাড়িতে তেমন আড়ম্বর করে পুজো হয়নি। করোনা, আমার শ্বশুরের মৃত্যু, সব মিলিয়ে চেনা পুজোটা করতে পারিনি। এইবছর আবার খিচুড়ি, লাবড়া, পায়েস দিয়ে ভোগের আয়োজন করা হয়েছে।'
আরও পড়ুন: Devleena Kumar: গঙ্গা থেকে জল আনলেন, নিজের হাতে রাঁধলেন পোলাও-পায়েস, লক্ষ্মী আরাধনায় দেবলীনা
এদিন অপরাজিতার নিজেরও লক্ষ্মীবেশ। টানা নথ, লাল শাড়ি, কপালে বড় টিপ আর হাতে চওড়া শাঁখা পলায় অপরাজিতাও লক্ষ্মীমন্ত। এবিপি আনন্দের সঙ্গে গল্পের শেষে শোনালেন, 'এসো মা লক্ষ্মী বসো ঘরে...'