কলকাতা: চারিদিকে যখন ভাঙনের সুর, তখন যেন নতুন করে একসঙ্গে থাকার, একসঙ্গে বাঁচার বার্তা দিচ্ছেন তাঁরা। পায়ে পায়ে বিবাহের ২৭ বছর পেরিয়ে এলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। স্বামীর সঙ্গে কেক কেটে, গান গেয়ে বিশেষ সেই দিনটি উদযাপন করলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মিষ্টি সেই ভিডিও।
যে ভিডিও অপরাজিতা পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে বসে রয়েছেন অপরাজিতা আঢ্যের স্বামী। সামনে সাজানো কেক। অপরাজিতা মজা করে স্বামীকে বলছেন, 'আমাদের কত বছর হল?' স্বামী উত্তর দিচ্ছেন, সাতাশ পেরিয়ে আঠাশে পড়লাম। এরপরেই অপরাজিতা গেয়ে ওঠেন, 'কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া' হাসিতে, আনন্দে কেক কেটে দিনটি পালন করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে অপরাজিতা লিখেছেন, 'সাতাশটি বসন্ত পেরিয়ে আঠাশে পা। এই বেশ ভাল আছি। আর মজার ব্যাপার হল, আমি জীবনের সাতাশটি বসন্ত পেরোনোর পর, আমার দাদা এই প্রথম বসন্তের দিকে পা বাড়াল। অদ্ভুতভাবে দাদার বিবাহের দিন ২ রা আগস্ট, আমার ৮। আরও একটা মজার ব্যাপার হল, বাবা ১৫ই আগস্টের দিন পরাধীনতা বরণ করে মা কে বিবাহ করেন। আর অগত্যা একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন। এই বছর আবার আরেক অদ্ভুত ঘটনা ঘটছে, ২০২২-এ আমার জন্মদিনের সব দুই পড়ে ছিল মানে ২:২:২০২২। আর এবারে বিবাহ বার্ষিকী পড়েছে ৮:৮:২০২৪ মানে ৮:৮:৮। বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক প্রীতি এবং সমবয়সীদের আমার অনেক শুভেচ্ছা। প্রত্যেকে কামনা করবেন আমরা যেন আরও দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গেই থাকেন।'
অনেক অল্পবয়সেই বিয়ে হয় অপরাজিতার। সংসারের পাশাপাশি কেরিয়ারও চালিয়ে গিয়েছেন তিনি। অভিনেত্রী হয়েছেন, পাশাপাশি সামলে গিয়েছেন সংসারও। সদ্য নিজের হাতে দাদার বিয়ে দিয়েছেন তিনি। মায়ের ইচ্ছাপূরণ করে দাদার বিয়ে দিয়ে সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।