কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নাহ.. কোনও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নয়। পাম অ্যাভিনিউের ২ কামরার ফ্ল্যাটেই নিজের গোটা জীবনটা কাটিয়ে দিলেন তিনি। বাহুল্যবর্জিত চাকচিক্যহীন জীবনেই বিশ্বাস করতেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য (Buddhadeb Bhattacharjee)। দীর্ঘদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি। কেমন ছিল তাঁর সেই দু-কামরার ঘর? কী কী ছিল সেখানে? প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই ঘর, ঘুরে দেখল এবিপি আনন্দ (ABP Ananda)। 


মুখ্যমন্ত্রী থাকাকালীন ও তার পরবর্তীকালেও যে ঘরে জীবন কেটেছে তাঁর, সেখানে গেলে শুধুই চোখে পড়বে বই আর বই। সঙ্গে রয়েছে, দেওয়াল জোড়া ছবি। ঘরের দেওয়ালে যেমন রয়েছে কার্ল মার্কস থেকে শুরু করে লেলিনের ছবি, পাশাপাশি জায়গা করে নিয়েছিল কাকা সুকান্ত ভট্টাচার্যের ছবিও। রয়েছে প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। কোনোটা দেওয়াল আলমারি, কোনোটা আবার কাঠের পুরনো ধাঁচের আলমারি.. প্রত্যেকটাতেই ঠাসা বই। জীবদ্দশার শেষের দিকে, চোখের সমস্যার জন্য বই পড়তে পারতেন না বুদ্ধদেব ভট্টাচার্য্য। আর সেই কারণেই, রোজ সংবাদমাধ্যম পড়ে শোনাতে হত তাঁকে। যে মানুষটা চোখের জন্য বই পড়তেই পারতেন না, তাঁর ঘরে সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়ে, তা হল বই.. এতটাই পড়াশোনার মধ্যে থাকতে ভালবাসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 


দেওয়াল জুড়ে যেমন রয়েছে পুরনো দিনের একাধিক ছবি, তেমনই রয়েছে বুদ্ধদেব গুহর আঁকা ছবি। রয়েছে একেবারে বিয়ের পরে মীরা ভট্টাচার্য্যের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি। রয়েছে একমাত্র সন্তান সুচেতনার সঙ্গে বাঁধানো বড় একটি ছবিও। একদিকে যেমন রয়েছে পিকাসো আর মোনালিসার ছবি, অন্যদিকে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য্যের শয়নকক্ষে বাবা ও মায়ের ছবিও। একটা ছোট টিভি আর একটা ছোট রেডিও.. টেবিলের ওপর রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু পোশাক। ঘর বলতে ছিল এটুকুই। 


যেখানে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া টাকা সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দেয়, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এর স্যাঁতস্যাঁতে মেঝে আর সাদামাটা ঘর সত্যিই বেমানান। একতলার এই ঘরের জানলা খুললেই পাওয়া যেত গাড়ির আওয়াজ, পথচলতি মানুষের ভিড়। এই ঘর যেন শিক্ষা দেয় সাদামাটা থাকার। সাধারণভাবে থেকে বড় ভাবনার। এই ঘর যেন আস্ত একটা শিক্ষা। যে ঘরে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ফেললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী.. সেই ঘর যেন আজও জীবন্ত। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনবোধ ছুঁয়ে। 


আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Dies: ৮০ বছরে থামল জীবনযুদ্ধ, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।