কলকাতা: এই বছর তিনি ভেবেছিলেন আয়োজন করে লক্ষ্মীপুজো করবেন না। তবে প্রতিমা আরাধনায় কোনও খামতি রাখতে চাননি তিনি। তাই বাড়িতেই ঘরোয়াভাবে লক্ষ্মীপুজো করেছেন তিনি। আর পুজোর আগেরদিন প্রত্যেক বছরের মতোই নিজের হাতে সাজিয়েছেন বাড়ির লক্ষ্মীপ্রতিমাকেও। অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। আরজি কর কাণ্ড প্রবলভাবে ব্যথিত করেছে তাঁকে। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে তিনি সামিল হয়েছিলেন প্রতিবাদে। চলতি বছরের দুর্গাপুজোর সময় ঢাক বাজানো থেকে শুরু করে সিঁদুরখেলা, চেনা ছন্দে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে প্রত্যেকবারই নিজের বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো করেন তিনি। কিন্তু এই বছর আলাদা। আরাধনা থাকলেও উৎসব থাকছে না। অতিথিদের সমাগম নেই, একেবারে ঘরোয়াভাবেই লক্ষ্মীপুজো পালন করলেন অপরাজিতা।
এদিন অপরাজিতা বলেন, 'আজ লক্ষ্মীদেবীর আরাধনা সবাই করছেন। সবাইকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে বলব, প্রত্যেককে বলব সাবধানে থাকুন। ছোটবেলা থেকে একটাই কথা শুনে বড় হয়েছি, সাবধানের কোনও বিকল্প নেই। সে শরীরের ক্ষেত্রেই হোক বা মনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। আজ আমাদের একটাই প্রার্থনা যে সবার চৈতন্য হোক। এমন একটা সমাজে আমরা বাস করছি, যেখানে প্রত্যেকদিন মহিলাদের লাঞ্ছিত হতে হয়। অথচ আমরা মা দুর্গার পুজো করি, মা লক্ষ্মীর পুজো করি। সরস্বতীর পুজো করি। আমরা দেবীদের পুজো করি অথচ প্রতিদিন আমাদের সমাজের দেবীদের লাঞ্ছিত হতে হয়। কে কী করল বা কার জন্য হচ্ছে নয়.. একটা মানুষ হিসেবে এটা লাঞ্ছনা। মানুষ হিসেবে এটা ঘৃণ্য যে মানুষ এই ঘটনা ঘটায়। মানুষের মধ্যে এখনও বোধ নেই। যাদের হাতে ক্ষমতা আছে তারা আরও বেশি করে ঘটায়। সুতরাং ক্ষমতার অপব্যবহার করা বন্ধ করুন। যার যা দায়িত্ব সে সেটা সঠিকভাবে পালন করুন আর প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান। প্রত্যেকের গলা মেলানোর দরকার আছে.. তবে যদি কিছুটা পরিবর্তন আসে। আমরা বহুদিন ধরে পরিবর্তন পরিবর্তন আশা করে আসছি। এবার সত্যিই একটা কিছু হোক। সত্যিই ন্যায়বিচার আসুক, মেয়েরা ভাল থাকুক। এর থেকে বেশি আর কিই বা চাইব'
আরও পড়ুন: Hoichoi Web Series: নতুন ওয়েব সিরিজে মিমি, চিরঞ্জিৎ, পরিমণি নিয়ে আসছেন 'রঙ্গিলা কিতাব'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।