কলকাতা: দীর্ঘ কেরিয়ার তাঁর, আর সেই কেরিয়ারের শুরুর দিকেই তাঁর আলাপ এই মানুষগুলোর সঙ্গে। ফের একসঙ্গে কাজ, নতুন চরিত্র, নতুন চিত্রনাট্য। আর সেই নতুন শুরুর দিনেই, পুরনো স্মৃতি, কেরিয়ার শুরুর কথা ফিরে দেখলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর অনির্বাণ ভট্টাচার্য্য়ের (Anirban Bhattacharyya)-র সঙ্গে একসঙ্গে কাজ করছেন অপরাজিতা। এই প্রথম এই প্রসেনজিৎ অনির্বাণ জুটির সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। আর তাই, পুরনো স্মৃতি ফিরে দেখলেন অপরাজিতা। 


আজ সোশ্যাল মিডিয়ায় রাহুল মুখোপাধ্যায়ের ছবির একাধিক ছবি শেয়ার করে নিয়ে অপরাজিতা লিখছেন, 'দীর্ঘ তিন দশক ধরে এই দুটি মানুষের সঙ্গে আমার পরিচয়। শুধু পরিচয় বললে ভুল হবে। ধারাবাহিকভাবে কাজ করে আসছি... সালটা ১৯৯৭,  অনামিকা সাহার সঙ্গে এনটি ওয়ান স্টুডিও তে গিয়েছিলাম স্বপন সাহার সঙ্গে দেখা করতে।


তখনই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে দেখেন। আর তারপরেই অনামিকা সাহাকে বলেছিলেন, ‘কী ব্যাপার তুমি আজকাল মেম নিয়ে ঘুরছ?’ তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার একটা কাজের জন্য। সেখানে পরিচালকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর আমার অভিনেত্রী হওয়ার কথা ছিল। তবে কাজটা করা হয়নি।


কিন্তু ওখানেই পরিচয় হয়েছিল শ্রীকান্তদা আর মনিদার সঙ্গে। ওনারা সেদিন আমাকে বাড়িও পৌঁছে দিয়েছিলেন। তখন ওনারা হাওড়াতেই থাকতেন আমরা সবাই হাওড়ার মানুষ। পরবর্তীকালে, মানে তার পরের বছরই অর্থাৎ ১৯৯৮ সালে যখন ওঁরা ‘রণক্ষেত্র’ ছবিটি করেন, তখন সেই ছবিতে আমি অভিনয় করি। ১৯৯৭ সাল থেকে আর আজকে ২০২৪....  এত বছর ধরে আমরা একইভাবে, কোন না কোন যোগসূত্রে কাজ করে আসছি।  অনেক ছবি করি , প্রচুর কাজ করেছি। বুম্বাদার সঙ্গে অভিনয় করেছি,  সঙ্গে ওঁর প্রযোজনা সংস্থা, আইডিয়াজে-ও অনেক কাজ করেছি।  আরও দীর্ঘদিন যেন এইভাবে কাজ করতে পারি মানুষগুলোর সঙ্গে।  এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনারা সবাই আশীর্বাদ করুন, এই মানুষগুলো যাতে ভালো থাকেন। আমরা সবাই যেন ভালো থাকি।’


 






আরও পড়ুন: Uttam Kumar: ফের উত্তমকুমারের হিট ছবিগুলি দেখে নেওয়ার সুযোগ বড়পর্দায়, কোথায়, কীভাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।