কলকাতা: আজ বিশ্ব মাতৃদিবস উপলক্ষ্য়ে মা এবং শাশুড়ীর সঙ্গে পরপর চারটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য়। মা এবং শাশুড়ীর প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী লেখেন 'আমার দুই মা দেবকী আর যশোদা... দেবকী ২৭ শে ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছেন.... আমার জন্ম দাত্রী.... আর যশোদা আমার পালন করেছেন আমার শাশুড়ি মা .... জন্ম দাত্রী খুবই অসুখী ছিলেন আমায় নিয়ে ভাবতেন আমি যা করি সব ভুল করি..... আর পালন কর্ত্রী আমি ভুল করলেও বলেন একদম ঠিক করেছি..... আন্তর্জাতিক মাতৃদিবসে দুই মাকে জানাই সশ্রদ্ধ প্রণাম.... অনেক আদর তোমাদের দুজন কেই।'
অভিনেত্রী অপরাজিতার পোস্ট করা দুটি ছবি বাল্য় বয়েসের ছবি। যেখানে তাঁকে দেখা যাচ্ছে নিজের মায়ের সঙ্গে। পাশাপাশি শাশুড়ীর সঙ্গেও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর গালে আদর চুম্বন এঁকে দিচ্ছেন তাঁর শাশুড়ী।
আরও পড়ুন...
Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি
প্রসঙ্গত, চলতি বছরের ২৭শে ফেব্রুয়ারীতে মাতৃহারা হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খবর দেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা।
উল্লেখ্য়, ২২ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করে এই বিশেষ দিন পালন করলেও এবারে থেকেছিলেন মায়ের সঙ্গে। অসুস্থ মায়ের হাত ধরেই জন্মদিন কাটান। মায়ের সঙ্গে কাটানো এই বছরের জন্মদিনই শেষ জন্মদিন হয়ে রইল।
এবিপি লাইভের তরফে জন্মদিন উপলক্ষ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অপরাজিতা বলেন, 'প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। আনন্দে, মজায় খুব ভালই কাটে দিনটা। তবে এবার সেই পার্টিটা হবে না।
অন্যদিকে, ছোটবেলায় তাঁর নাম ছিল সুমনা, পরবর্তীকালে সেটা বদলে রাখা হয়েছিল অপরাজিতা। 'স্বাস্থ্যবতী' বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন অনেক পরিচালক, তিনি ভেবেছিলেন, বড়পর্দা নেই, টেলিভিশনই তাঁর অভিনয়ের মাধ্যম হয়ে থাকবে। নাচ ভালবাসতেন, ১৩ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলেন নাচ দিয়েই। জন্ম থেকেই জীবনটা কার্যত যুদ্ধ ছিল তাঁর কাছে, আজ তিনি দর্শকদের ভালবাসা কেড়েছেন অভিনয় দক্ষতায়, ব্যবহারে। তিনি অপরাজিতা আঢ্য।