কলকাতা: ইয়ারবাডস (Earbuds)! কম-বেশি প্রায় প্রত্যেক বাড়িতেই এই জিনিসটির দেখা মেলে। মূলত কান (Ear) পরিষ্কার করতেই ব্যবহার করা হয় ইয়ারবাডস। কিন্তু এটির ব্যবহার কি আদৌ সুরক্ষিত? চিকিৎসকমহলের পরামর্শ মানলে অন্য উপায় নিতে হয়। তাঁদের বড় অংশই মনে করেন, কান পরিষ্কার করার জন্য এই ইয়ারবাডসের ব্যবহার হিতে বিপরীত (Risk) ডেকে আনতে পারে। তা হলে কী করা উচিত?


কেন ইয়ারবাডস ব্যবহারে 'না'?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 'ইয়ার ওয়্যাক্স' বলে যে জিনিসটি পরিষ্কার করার কথা বলা হয়, সেটি আসলে কানকে ধুলো-মাইক্রোঅর্গানিজম-জল ইত্যাদি থেকে রক্ষা করার জন্য নিঃসৃত প্রাকৃতিক পদার্থ। তুলোর ইয়ারবাডস দিয়ে সেগুলি পরিষ্কার করতে গেলে নানা সমস্যা হতে পারে। 


কী কী সমস্যা?
ইয়ারবাডস ব্যবহার করে কান পরিষ্কার করতে গেলে অনেক সময়ই দেখা যায়, কানের ভিতরে থাকা 'ওয়্যাক্স' আরও গভীরে ঢুকে যায়। আর তার সঙ্গে কিছু বিজাতীয় পদার্থও ইয়ার-ক্যানালের ভিতরে চলে যেতে পারে। সব মিলিয়ে ইয়ারড্রামের উপর কুপ্রভাব পড়তে পারে। ফল? কানে ব্যথা, এমনকি ধাক্কা খেতে পারে শ্রবণশক্তিও। 


তা হলে উপায়...
কান পরিষ্কার রাখার প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে। স্নানের সময় সাবান ও জল যতটুকু কানে ঢোকে, তাতেই কানের বেশ কিছুটা নোংরা আলগা হয়ে যায়। সেগুলি নিজের থেকেই বেরিয়ে আসে। তা ছাড়া, অনেকের মতে, চোয়ালের ব্যবহারের সঙ্গেও বেশ কিছুটা 'ইয়ার ওয়্যাক্স'  বেরিয়ে আসতে পারে। চিবানো, কথা বলা ও হাই তোলার সময় চোয়ালের যে ব্যবহার হয়, তার পরোক্ষ জেরেও এই 'ইয়ার ওয়্যাক্স'  বেরিয়ে আসে। 


ভূমিকা কী 'ইয়ার ওয়্যাক্স' -র?
তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, স্বাভাবিক ভাবে যতটুকু 'ইয়ার ওয়্যাক্স' কান থেকে বেরোয়, তার বেশি জোর করে পরিষ্কার করার চেষ্টা না করাই মঙ্গল। কারণ এটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাইরের নোংরা, জল এবং মাইক্রোঅর্গানিজমের হাত থেকে কানকে রক্ষার কাজ অনেকাংশে ইয়ারওয়্যাক্স-ই করে থাকে। কানের ত্বকের আর্দ্রতা ধরে রাখাও অন্যতম কাজ এর। সংক্রমণ মোকাবিলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে 'ইয়ার ওয়্যাক্স' -র। এর অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ মোকাবিলায় দারুণ কাজে দেয়। বিশেষজ্ঞরা মনে করেন, যখন কানের ত্বক শুষ্ক হয়ে পড়ে, তখনই সেখানে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। সে দিক থেকে 'ইয়ার ওয়্যাক্স' কানের ত্বকের আর্দ্রতা বাড়িয়ে রেখে সংক্রমণ রুখতে অন্যরকম কাজ করে। তাই কোনও ভাবেই ইয়ারবাডস ব্যবহার করে কান পরিষ্কার করা উচিত নয়, পরামর্শ তাঁদের। খুব প্রয়োজন হলে ডাক্তারের কাছে যেতে পারেন। কিন্তু তুলোর ইয়ারবাডস ব্যবহার কখনও নয়। 


আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?