কলকাতা: অভিনয়ের পাশাপাশি, সংসারও সমান তালে সামলান তিনি। সামনেই জন্মাষ্টমী। তার ওপরে বাড়িতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাঁর। নতুন বউ এসেছে বাড়িতে। এই বছর জন্মাষ্টমী তাই কি একটু বিশেষ তাঁর কাছে? এবিপি লাইভের সঙ্গে জন্মাষ্টমীর পরিকল্পনা শেয়ার করে নিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।
এই বছরে তাঁর বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে না তাঁর। অপরাজিতার বাড়িতে কূলদেবী মা লক্ষী আর সাধনাদেবী হচ্ছেন মা লিঙ্গভৈরবী অর্থাৎ মা দুর্গা। অপরাজিতা শিব-শিবার পূজা করেন। তবে তাঁর বাবার বাড়িতে অধিষ্ঠিত রয়েছেন রাধা-কৃষ্ণ। একসময়ে তাঁদের বাড়িতে নিয়মিত জন্মাষ্টমীর পুজোও হত। তবে অপরাজিতার মা অসুস্থ হওয়ার পরে, সেই নিত্য পুজো বন্ধ হয়ে যায়। তবে এই বছর, নতুন করে তাঁর বাবার বাড়িতে জন্মাষ্টমীর পুজো চালু হওয়ার কথা রয়েছেন।
এবিপি লাইভকে অপরাজিতা বলছেন, ' আমার বৌদি, রানিদিদির ওই জন্মাষ্টমীর দিনেই জন্মদিন। ওকে আমি বলেছি এই বছর পুরোহিত ডেকে আমাদের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করিয়ে আবার নিত্য পুজো শুরু করতে। তবে এবার আমি থাকছি না পুজোয়। একটা বিশেষ কাজে আমায় কলকাতার বাইরে যেতে হচ্ছে। রানি দিদি তাই একা পড়ে গিয়েছে। তবে আমি ওকে বলেছি, পুজো শুরু করার জন্য এর থেকে ভাল দিন আর পাবে না।'
বর্তমানে অশান্ত শহর কলকাতা। রোজই প্রতিবাদ কর্মসূচী চলছে রাস্তায় রাস্তায়। আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে সরব হচ্ছেন মানুষজন। আজ ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের একটি মিছিল রয়েছে। সেই মিছিলে পা মেলানোর কথা ছিল অপরাজিতারও। শুধু তাই নয়, আজ যাদবপুরেও একটি প্রতিবাদ কর্মসূচী রয়েছে আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন ও একটি নিরপরাধ হাতিকে হত্যার দায়ে। সর্বোপরি আজ অপরাজিতা আঢ্যের ছোটবেলার স্কুলেরও একটি প্রতিবাদী মিছিল ছিল। সেখানে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল অভিনেত্রীর। তবে তিনি এর কোনোটাতেই উপস্থিত হতে পারবেন না কাজের দরুণ। এই সমস্ত মিছিলের আগেই কলকাতা ছেড়ে চলে যেতে হচ্ছে তাঁকে। কাজেই অভিনেত্রীর জন্মাষ্টমী কাটবে একটু মনখারাপেই।
আরও পড়ুন: Dhoom 4 Casting: শাহরুখ, হৃতিক, রণবীর.. 'ধুম ৪'-এর কাস্টিং নিয়ে জোর জল্পনা, সত্যিটা কী?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।