কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan), হৃতিক রোশন (Hrithik Roshan), রণবীর কপূর (Ranbir Kapoor) নাকি আরও অন্য কেউ? 'ধুম ফোর' (Dhoom 4) ছবিতে দেখা যাবে কাকে, তা নিয়ে তো জল্পনা ছিলই। তবে সেই জল্পনা যেন আরও একধাপ বাড়িয়ে দিলেন ফিল্ম অ্যানালিটিক্স তরণ আদর্শ। সোশ্যাল মিডিয়ায় আজ তিনি একটি ছোট্ট টিজার পোস্ট করেছেন। তবে সেখানে কোনও মুখ নেই, ছবি নেই। কেবল রয়েছে ধুম এর সেই আইকনিক মিউজিক। আর সেটা পোস্ট করেই যেন তিনি আরও বাড়িয়ে দিয়েছেন জল্পনা।


তরণ আদর্শ জানাচ্ছেন, 'ধুম ৪' নিয়ে বহু মানুষের উৎসাহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তুলে আনছেন বিভিন্ন নাম। কেবল নায়ক বললে ভুল হবে, অনেকের মুখে ঘুরছে পরিচালকদের বিভিন্ন নাম। যেমন অনেকেই মনে করছেন 'ধুম ৪'-এ দেখা যাবে শাহরুখ খানকে। তার পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। অনেকে আবার দাবি করছেন, তা নয়, 'ধুম ৪'-এ একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন ও রণবীর কপূরকে। প্রসঙ্গত, এর আগেই ধুম সিরিজের অঙ্গ হৃতিক, তবে রণবীর বা শাহরুখ কাউকেই দেখা যায়নি ধুম -এর কোনো সিক্যুয়ালেই। তবে আসল সত্য়িটা কী? 


তরণ আদর্শ একটি পোস্ট করে সোজাসাপ্টা জানিয়েছেন, এই প্রোজেক্টটি নিয়ে আপাতত মোটেই ভাবছে না যশরাজ ফিল্মস। এখনও পর্যন্ত ঠিকই করা হয়নি পরিচালক বা নায়কের নাম। যখন তা ঠিক হবে, যশরাজ ফিল্মসের পক্ষ থেকে নিজেই আনুষ্ঠানিক ভাবে তা জানানো হবে। তার আগে পর্যন্ত কোনোরকম অভিনেতা বা পরিচালকের নাম নিয়ে জল্পনা করতে বারণ করছেন তরণ আদর্শ। তবে তিনি পাশাপাশি এও স্বীকার করে নিয়েছেন যে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে ও সবাই চান ধুম ৪ ছবি নিয়ে নতুন কোনও ঘোষণা শুনতে। তবে তরণ আদর্শকের কথা মতো, তা নিয়ে এখনও দীর্ঘ অপেক্ষাই করতে হবে। 


 






আরও পড়ুন: RG Kar News: 'বিচার না পেলে এত মানুষের সংগ্রাম বৃথা যাবে', আরজি কর কাণ্ডে সরব ঋতুপর্ণা সেনগুপ্ত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।