কলকাতা: প্রত্যেক বছরই তাঁর বাড়িতে মহাসমারোহে আয়োজন করা হয় লক্ষ্মীপুজোর। তবে এই বছর এক্কেবারে আলাদা। বাড়ির লক্ষীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। সোশ্যাল মিডিয়ায় নিজেই খোলাখুলি তিনি জানিয়েছিলেন অপরাজিতা। চলতি বছরের দুর্গাপুজো-ও চেনা ছন্দে কাটেননি অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছরই তাঁকে দেখা যায় মণ্ডপে ঢাক বাজাতে। সিঁদুর খেলতে। তবে এই বছরের ছবিটা এক্কেবারে আলাদা। আগেই অপরাজিতা জানিয়েছিলেন, তিনি এই বছর সিঁদুর খেলবেন না। আর এবার লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন অপরাজিতা।


সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা লিখেছেন, 'এমন একটা সময়ের সম্মুখীন হয়েছি আমরা যখন দেবীপক্ষের অনেক আগে থেকেই আমাদের ঘরের লক্ষ্মীরা আত্মপক্ষ লড়াইয়ের জন্য বুক বেঁধেছে, প্রতি রাতে রাজপথে প্রশ্নচিহ্ন রাখছে, কার চেতনা জাগ্রত? কে আছে যে এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে? সকলেই জানেন, বিশেষ করে আমার বন্ধুরা জানেন আমি, অপরাজিতা প্রত্যেক বছর কোজাগরী লক্ষ্মীপুজোয় বিশেষ উদযাপনের ব্যবস্থা করে থাকি প্রতি বছরে। কিন্তু এই বছর কোনও উদযাপন থাকছে না। যে সময়ে রক্তমাংসের লক্ষ্মীদের প্রতিনিয়ত এত অবমাননা, সেখানে উপাসনা থাকলেও লক্ষ্মীদেবীর পুজো উপার্জন কিছুটা নিরর্থক। লক্ষ্মীদেবী চেতনার বৈভব প্রদান করুন এটাই কামনা করি।'


অর্থাৎ প্রত্যেক বছরের মতো এই বছর অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মীপুজো হবে, তবে উদযাপন নয়। অপরাজিতা নিজের হাতে প্রত্যেকবার সাজিয়ে তোলেন লক্ষ্মী প্রতিমাকে। নিজের হাতে তাঁকে শাড়ি-গয়না পরান, সাজিয়ে তোলেন সুন্দর করে। সেই সমস্ত রীতি এবারে মানা হলেও বাড়িতে অতিথি সমাগম থাকবে না। থাকবে না ক্যামেরা, অতিথি আপ্যায়ন। কেবল বাড়িতে নিয়ম পালন করবেন অপরাজিতা।  প্রসঙ্গত, অপরাজিতা বিভিন্ন সময়েই প্রতিবাদ করেছেন আরজি করের ঘটনার। আর এবার, আরজি করের ঘটনার প্রতিবাদস্বরূপ তিনি বন্ধ রাখলেন বাড়ির পুজোর সমস্ত উদযাপন।


 






আরও পড়ুন: Salman Khan: সবসময়ে সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষী, ব্যক্তিগত জীবন প্রভাবিত হয় সলমন খানের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।