Infinix Zero Flip: ইনফিনিক্স কোম্পানি প্রথমবার তাদের ফ্লিপ ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আগামী ১৭ অক্টোবর লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন। স্যামসাং ছাড়াও টেকনো, হনর, মোটোরোলা - এই সংস্থাগুলি তাদের ফ্লিপ এবং ফোল্ডেবল ফোন ভারতে আগেই লঞ্চ করেছে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ইনফিনিক্স সংস্থার। বলা হচ্ছে, ভারতে লঞ্চের পর ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনের সঙ্গে মোটোরোলা রেজর ৫০ এবং টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনের জোরদার তুলনা করা হবে। ভারতে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনের দাম শুরু হতে পারে ৪৫ হাজার টাকার আশপাশ থেকে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্স সংস্থা তাদের আসন্ন ফ্লিপ ফোন সম্পর্কে বেশ কিছু ফিচার সুনিশ্চিত করেছে, দেখে নিন সেগুলি 



  • এই ফোনে ৩.৬৫ ইঞ্চির কভার স্ক্রিন থাকবে। এই গ্লাস স্ক্রিনের উপর থাকবে গোরিলা গ্লাস ভিক্টাস ২ লেয়ার। 

  • এই ফোনে ৬.৯ ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে থাকবে। কভার এবং ইন্টারনাল দুটো ডিসপ্লেই AMOLED স্ক্রিন এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • স্লিম এবং স্লিক ডিজাইনের এই ফোন মাত্র ৭.৬৪ মিলিমিটার পুরু। ওজনেও বেশ হাল্কা, মাত্র ১৯৫ গ্রাম। একাধিক এআই ফিচার থাকতে পারে এই ফোনে। 

  • ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন। ৩০ থেকে ১৫০ ডিগ্রির মধ্যে ফ্লিপ করা যাবে এই ফোন, তেমনই ডিজাইন রয়েছে। 

  • ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের আরও একটি সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স যুক্ত থাকবে। ফ্রন্ট ক্যামেরাতেও থাকবে ৫০ মেগাপিক্সেলের সেনসর। ফ্রন্ট ও ব্যাক, দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে, নেওয়া যাবে একদম ঝকঝকে ছবি। 

  • ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এর মধ্যে আবার রয়েছে ভার্চুয়াল র‍্যামও। এছাড়াও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকতে পারে এই ফোনে। 


আরও পড়ুন- উৎসবের মরশুমে ভারতে দাম কমল মোটোরোলার ফোনের, কতটা কমে কেনা যাবে কোন মডেল? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।