কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ, রাত থেকে শুরু করে দফায় দফায় বৃষ্টি। আকাশের মুখ ভার আর রাস্তায় জমা জল। বৃহস্পতিবার সকালেই ফিরল কলকাতার বর্ষার চিরপরিচিত ছবি। নিজের বাড়ির সামনে জমা জলের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সঙ্গে মজা করে লিখলেন, 'কি মজা, আমরা এখন ভেনিসে আছি'।
আজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জলছবি শেয়ার করেন অপরাজিতা। সেখানে দেখা যাচ্ছে, অপরাজিতাদের বাড়ির দোরগোড়ায় জমা জল। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, রীতিমতো হাঁটুজল ঠেলে ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছেন এর ব্যক্তি। সেইসঙ্গে অপরাজিতা শেয়ার করেছেন বারন্দা থেকে নিজের সেলফিও। ছবির ক্যাপশানে অপরাজিতা লিখেছেন, 'আমাদের বেহালা পর্নোশ্রী গতকাল থেকে ভেনিস হয়ে গিয়েছে। আর যাঁরা ভোটের সময় খুব মানুষের জন্য কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাঁরা সবাই ভ্যানিশ হয়ে গিয়েছেন। কি মজা আমরা এখন ভেনিস এ আছি।' অভিনেত্রীর মজার মধ্যেও যে রাজনৈতিক ব্যক্তিত্বদের দিকে আলগা কটাক্ষ রয়েছে তাতে সন্দেহ নেই। অপরাজিতার সেই পোস্টে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা ভট্টাচার্য্য। তিনি প্রশংসা করেছেন তাঁর ক্যাপশানের।
করোনা-কাঁটার যন্ত্রণায় এখনও জেরবার সাধারণ মানুষ। কার্যত লকডাউনে প্রায় থমকে জনজীবন। তার ওপর বুধবার রাত থেকে লাগাতার বৃষ্টি। দুর্ভোগ চরমে সাধারণ মানুষের। রাতভর বৃষ্টিতে কলকাতার অন্যান্য জায়গার মতো ভয়াবহ জল যন্ত্রণার ছবি ধরা পড়ল উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়। সকালে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে ছিল প্রায় হাঁটু সমান জল। জমা জলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। জমা জলের যন্ত্রণা ঠনঠনিয়াতেও। জরুরি কাজে কার্যত লকডাউনের মধ্যেও যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, জমা জলে তাঁদের দুর্ভোগ চরমে ওঠে। জলযন্ত্রণার ছবি একই সেন্ট্রাল অ্যাভেনিউতেও। এজেসি বোস রোডে কোমর ছুঁইছুঁই জল জমে যায়। জমা জলে গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে মাঝরাস্তায়। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পার্ক স্ট্রিটও। বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের প্রবেশপথেও জল জমে যায়।
দিনভর হয়রানির শিকার সাধারণ মানুষ। আর সেই জলযন্ত্রণার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই মজার মোড়কে ঘোর বাস্তবকে তুলে ধরলেন অপরাজিতা আঢ্য।