কলকাতা: সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুম্বইতে পাড়ি দিল অনীক দত্তের (Anik Dutta) ছবি 'অপরাজিত'। ২ মে, সত্যজিৎ রায়ের জন্মদিনে মুম্বইয়ের বিশেষ প্রিমিয়ারে দেখানো হয় এই ছবি। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রথিতযশা পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal) সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও উপস্থিত ছিলেন 'অপরাজিত'-র কলাকুশলীরা। 


মুম্বইতে 'অপরাজিত'


এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক অনীক দত্ত, অভিনেতা জিতু কামাল, সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল এবং প্রযোজক ফিরদৌসুল হাসান। পরিচালকের ফেসবুক পোস্টে আগেই লেখা হয়েছিল, 'ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক 'অপরাজিত' (The Undefeated) -এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে। কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে ওই ছবিটি প্রদর্শিত হবে। এতে ফ্রেন্ডস কমিউনিকেশন অত্যন্ত গর্বিত।'


আরও পড়ুন: Tota Roy Chowdhury Update: 'সেটে প্রথম দিন জড়িয়ে ধরে রণবীর, বাংলা শুধরে দিতে বলে আলিয়া', আপ্লুত টোটা


এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন পর্দার 'অপরাজিত' ওরফে জিতু কমল (Jeetu Kamal)। আগামী ১৩ মে এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির অফার জিতুর কাছে এসেছিল কীভাবে? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জিতু বলেছিলেন, 'গত বছর মে-জুন মাসে অনীক দা আমাকে ফোন করে বলেন কিছু ছবি পাঠাতে। একেবারে সাদামাটা পাঞ্জাবীতে, কোনও ফিল্টার বা মেকআপ ছাড়া। এরপর একটা স্ক্রিপ্ট দেন। সেটাও ভিডিও করে পাঠাই। ১৫-২০ দিন কেটে যায়, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এরপর আমাকে জিজ্ঞেস করা হয় যে সত্যজিৎ রায়ের অল্প বয়সের চরিত্রটা করতে রাজি কি না। এবং এই মানুষটা এতটাই সৎ যে আমাকে সোজাসুজিই বলেন বিশেষ কোনও সিন থাকবে না। সঙ্গে এটাও বলেন যে, আমাকে যেভাবে তুলে ধরা হবে সেটা দেখার মতো। ভাবারও সময় দেন। আমি আমার স্ত্রীয়ের সঙ্গে, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে, এই পেশায় আমার শিক্ষকদের সঙ্গে আলোচনা করি। সকলের একটাই বক্তব্য ছিল, এমন একজন মানুষের চরিত্র আমাকে দেওয়া হচ্ছে সে বৃদ্ধ, যুবক বা মধ্যবয়স্ক, যাই হোক না কেন, এই অফার পাওয়াটাই সৌভাগ্য। আমিও রাজি হই।