মুম্বই: বক্স অফিসে এখন ঝড় তুলেছে 'জওয়ান' (Jawan)। একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি। অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি দেশে তো বটেই বিশ্বের বাজারেও ছক্কা হাঁকাচ্ছে। এতদিনে মোটামুটি যাঁরা ছবিটা দেখেননি তাঁরাও জেনে গেছেন যে 'জওয়ান' ছবিতে বাবা ও ছেলে দুই চরিত্রেই দেখা গেছে বলিউডের বাদশাহকে। অ্যাটলির ছবিতে শাহরুখ একদিকে যেমন বিক্রম রাঠৌড় অন্যদিকেস তাঁরই ছেলে আজাদও কিং খানই। তবে 'জওয়ান' ছবির আগেও আরও সাতটি ছবিতে দ্বৈত চরিত্রে (double roles) দেখা গেছে কিং খানকে।
'কর্ণ অর্জু' (Karan Arjun) - ১৯৯৫ সালে মুক্তি পায় 'কর্ণ অর্জুন'। এই ছবির গল্প কর্ণ ও অর্জুন নামের দুই ভাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সম্পত্তির লোভে কাকার হাতে কর্ণ ও অর্জুনের বাবাকে খুন হতে হয়। সেই খুনের বদলা নিতেই বহু বছর পর দুই ভাইয়ের পুনর্জন্ম হয় এবং তারা ফিরে আসে। রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে কেবল শাহরুখ খান নন, দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খানও।
'ডুপ্লিকেট' (Duplicate) - ১৯৯৮ সালে মুক্তি পায় এই ছবি। মহেশ ভট্ট পরিচালিত এই ছবিতে শাহরুখ খান একজন উচ্চাকাঙ্ক্ষী শেফ বাবলু এবং একজন কুখ্যাত গ্যাংস্টার মনুর ভূমিকায় অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে যদিও বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।
'পহেলী' (Paheli) - ২০০৫ সালে মুক্তি পায় 'পহেলী'। অমোল পালেকর পরিচালিত এই ছবিতে শাহরুখ খানকে কিশনলাল ও প্রেমের ভূমিকায় দেখা যায়। ব্যবসার কাজে কিশনলাল যখন বাইরে যায়, তখন প্রেম নামের ভূত কিশনলালের পরিবর্তে তারই বাড়িতে থাকতে শুরু করে। এই সময় সে কিশনলালের সদ্য বিবাহিত স্ত্রী লক্ষ্মীর একাকিত্ম দূর করে, তাকে সঙ্গ দেয়। শাহরুখের স্ত্রীর চরিত্রে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে।
'ডন: দ্য চেজ বিগিনস এগেন' (Don: The Chase Begins Again) - ১৯৭৮ সালে দর্শক প্রথম অমিতাভ বচ্চনকে ডনের ভূমিকায় দেখতে পায়। এরপর শাহরুখ খানকে 'ডন' হিসেবে নিয়ে আসেন পরিচালক ফারহান আখতার, ২০০৬ সালে। একদিকে শাহরুখ সাধারণ এক ছেলে বিজয়ের ভূমিকায় অভিনয় করেন, যে চায় মুম্বইয়ে বড় কিছু করে দেখাতে। যখন সরকারি আধিকারিকেরা জানতে পারেন বিজয়কে 'মোস্ট ওয়ান্টেড' ডনের মতো হুবহু এক দেখতে, তাকে ডনের রূপ ধারণ করার জন্য এক গোপন মিশনে পাঠানো হয়। প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় 'ডন ২'। সেখানেও অভিনয় করেছিলেন শাহরুখ খান।
'ওম শান্তি ওম' (Om Shanti Om) - ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত এই ছবির গল্প পুরোটাই পুনর্জন্মের ওপর ভিত্তি করে তৈরি। একদিকে শাহরুখ খানকে সত্তরের দশকের জুনিয়র ফিল্ম আর্টিস্ট হিসেবে দেখা যায়, চরিত্রের নাম ওম প্রকাশ মাখিজা। সে একদিন সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখতে। ছবিতে তার মৃত্যুর পর পুনর্জন্ম হয়, নাম ওম কপূর। যে এক মহাতারকা পরিবারের সন্তান হয়ে জন্ম নেয় এবং নিজেও কর্মজীবনে সুপারস্টার হয়ে ওঠে। এই ছবির হাত ধরে ফারহা খানের পরিচালনায় বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। তাঁরও দ্বৈত চরিত্র ছিল। প্রথম জীবনে ওম প্রকাশ মাখিজার পছন্দের অভিনেত্রী শান্তিপ্রিয়ার চরিত্রে দেখা যায় দীপিকাকে। যিনি সুপারস্টার ছিলেন। তাঁর মৃত্যুর বদলা নিতে দেখা যায় ওম কপূরকে। পরের জন্মে ওম কপূরের ফ্যান স্যান্ডি হিসেবে দেখা যায় দীপিকাকে।
আরও পড়ুন: Aneek Dhar: সুখবর দিলেন অনীক ধর, দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী, কোলে এল পুত্র সন্তান
'রা ওয়ান' (Ra One) - ২০১১ সালের এই ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি। অনুভব সিনহা নির্দেশিত এই ছবি কল্পবিজ্ঞান ঘরানার। শাহরুখ খান এই ছবিতে এক গেম ডিজাইনার শেখর সুব্রহ্মণ্যমের চরিত্রে অভিনয় করেন। নিজের তৈরি করা গেমের এক চরিত্রকে নিজের মতো দেখতে তৈরি করেন তিনি, যার নাম ছিল 'জী ওয়ান'।
'ফ্যান' (Fan) - ২০১৬ সালে মুক্তি পায় মণীশ শর্মা পরিচালিত 'ফ্যান'। এক্সপেরিমেন্টাল ধরনের ছবি ছিল এটি। এখানে শাহরুখ খানকে সুপারস্টার আরিয়ান খন্নার চরিত্রে ও তাঁর মতো দেখতে এবং তাঁর বিশাল বড় ফ্যান গৌরব চন্দনার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এই ছবিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন