মুম্বই: ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং অভিনেত্রী অপূর্বা মুখিজা (Apoorva Mukhija), যিনি 'রেবেল কিড' নামে জনপ্রিয়, সম্প্রতি তিনি একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন, আর তার পর থেকেই তিনি ফের চর্চায়। এমন কি ছিল সেই ইনস্টাগ্রাম স্টোরিতে? সেই ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, তিনি আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। আর তারপরেই শুরু হয়েছে গুঞ্জন। খুন ও ধর্ষণের হুমকির মুখে পড়ে কি বাড়ি ছাড়তে চলেছেন অপূর্বা? India's Got Latent -এর যে এপিসোড ঘিরে বিতর্কের শুরু সেখানে রণবীর এলাহাবাদিয়া ছাড়াও প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মখিজা। এর ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছিলেন অপূর্বা। তারপরেই কি বড় সিদ্ধান্ত নিলেন তিনি?
মুম্বইয়ের বাড়ি ছাড়ছেন অপূর্বা মুখিজা?
তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সংক্ষিপ্ত ভিডিওতে, অপূর্বাকে একটি খালি বসার ঘরে লাইট বন্ধ করতে দেখা যাচ্ছে, সাদা পোশাকে। গোটা ঘরে প্যাকিংয়ের বাক্স পড়ে। জিনিসপত্র সমস্তই কোথাও নিয়ে যাওয়ার জন্য তৈরি। সমস্ত যেন গোছানো হয়ে গিয়েছে। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "এক যুগের শেষ"। আর এর ফলেই অনুরাগীরা মনে করছেন, তিনি বাড়ি বদলাচ্ছেন। অনেকে আবার মনে করছেন, খুন, ধর্ষণের হুমকির জেরে মুম্বই ছেড়েই চলে যাচ্ছেন অপূর্বা। মাত্র ১ বছর আগে মুম্বইয়ের নতুন এই অ্যাপার্টমেন্টটিতে এসেছিলেন অপূর্বা। সেই সময়ে তাঁর ইউটিউব ব্লগে এই বাড়ির গোটাটা ঘুরে দেখিয়েছিলেন অনুরাগীদের। এমন কি হল যে মাত্র ১ বছরের মধ্যে সেই সাজানো সখের বাড়ি ছাড়তে চলেছেন তিনি? বাড়ি ছাড়ার কারণ নিশ্চিত করে কিছু বলেননি তিনি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, খুন ধর্ষণের হুমকি পাওয়ার পরে তিনি নিরাপদবোধ করছেন না। অনেকেই মনে করছেন, সেই কারণেই মুম্বই ছাড়ছেন অপূর্বা।
'ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট' বিতর্ক
বিতর্কের শুরু হয়েছিল, 'ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট'-এর একটি পর্ব থেকে, যেখানে অপূর্বা বিচারকদের প্যানেলে ছিলেন। শোয়ের ক্লিপ ভাইরাল হওয়ার পরে, অনেক নেটিজেন শুধুমাত্র রণবীরের এলাহবাদিয়ার মন্তব্য নয়, অপূর্বাকেও সমালোচনা করেছিলেন। জল এতদূর পর্যন্ত গড়ায় যে রণবীর, অপূর্বা ও সময় রায়নার বিরুদ্ধে এফআইঈর দায়ের হয়। সেই সময়ে সময় রায়না ইনস্টাগ্রাম থেকে তাঁর সমস্ত ভিডিও মুছে ফেলেছিলেন। অপূর্বা মুখিজা কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়েছিলেন। বিতর্কের মধ্যেই অপূর্বা তাঁর ইন্সটাগ্রাম পোস্টগুলি মুছে ফেলেছিলেন। তিনি সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছেন ও জানিয়েছিলেন, তাঁর ম্যানেজার তাঁকে অ্যাপার্টমেন্টে ফিরে যেতে বারণ করেছেন কারণ তাঁর ঠিকানা অনেকর কাছেই রয়েছে।