কলকাতা: অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট (Applause Entertainment) নিয়ে আসছে তাদের পরবর্তী কাজ। এক হত্যাকারীর গল্প বলবে এই ছবি। নাগেশ কুকনূরের (Nagesh Kukunoor) পরিচালনায় এই সিরিজ মূলত তৈরি হবে 'নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন' (Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassin) বইয়ের ওপর ভিত্তি করে। সিরিজের নাম 'ট্রেল অফ অ্যান অ্যাসাসিন' (Trail of an Assassin)। বইটি লিখেছেন অনিরুদ্ধ মিত্র (Anirudhya Mitra)। কুকনূর মুভিজ়ের জন্য এই ছবির প্রযোজনা করছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট।


ছবিতে রাজীব গাঁধীর হত্যাকাহিনি


ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী (Rajib Gandhi) হত্যাকাণ্ডের কথা সকলের জানা। তবুও এই ঘটনার পিছনে অনেক গোপন সত্য রয়েছে যা বিশ্বকে নাড়া দিয়ে যায়। এই ঘৃণ্য ঘটনার অব্যবহিত পরেই দেশের যে অবস্থা হয়েছিল তার ওপর ফোকাস করে এই ছবি তৈরি হবে। অনিরুদ্ধ মিত্রের সম্প্রতি প্রকাশিত হওয়া বই, 'নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন'-এর ওপর ভিত্তি করে তৈরি হবে ছবিটি। 


একজন প্রাক্তন সাংবাদিক, অনিরুদ্ধ মিত্র প্রথম কিছু ব্যক্তিদের মধ্যে অন্যতম যিনি তদন্তের বিষয়ে খবর করেছিলেন। ঘাতকদের সন্ধান চলাকালীন বেশ কয়েকটি এক্সক্লুসিভ খবর ব্রেক করেছিলেন। সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল কীভাবে গুপ্তহত্যার প্লট উদ্ধার করেছে, ঘাতকদের সনাক্ত করেছে এবং এই ঘটনার মাস্টারমাইন্ডকে তার সর্বোচ্চ আস্তানায় ধাওয়া করেছে সেই গোটা ঘটনার হাড়হিম করা গল্প বলবে এই সিরিজ।


নাগেশ কুকনূর, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রশংসিত চলচ্চিত্র পরিচালক, যাঁর অ্যাপ্লজ এন্টারটেনমেন্টের সঙ্গে পূর্ববর্তী সহযোগিতায় তৈরি 'সিটি অফ ড্রিমস' বিশাল হিট করেছিল, তিনি এই ছবির পরিচালনা করছেন।


পরিচালকের কথায়, 'সদ্য প্রকাশিত 'নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন' বই থেকে তৈরি এই টানটান ও রোমাঞ্চকর গল্প বলার কাজে অংশ নিতে উন্মুখ। কেমন হয় এই কাজ সেটাই দেখার।'


আরও পড়ুন: 'Water Wala': বিলুপ্তির পথে ভিস্তিওয়ালারা! তাঁদের জীবনকাহিনি তথ্যচিত্রে তুলে ধরলেন রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়


লেখক অনিরুদ্ধ মিত্রের কথায়, 'এই বইয়ের মাধ্যমে আমি ভারতে শুরু হওয়া সবচেয়ে বড় ম্যানহান্টের সবচেয়ে সুনির্দিষ্ট বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। অডিও-ভিস্যুয়ালে তৈরি হওয়া মানে সেই গল্পের বিভিন্ন খুঁটিনাটি আরও ভাল করে মানুষের সামনে পরিষ্কার হবে। আমি নিশ্চিত আমরা একটা দুর্দান্ত সিরিজ দেখতে পাব।'