মুম্বই: 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) মুক্তি পেতে আর বাকি মাত্র কয়েকটা দিন। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) এই ছবি। বহু প্রতীক্ষিত এই ছবিকে ঘিরে দর্শকেরা উচ্ছ্বাসের শেষ নেই। তার প্রকাশ পাওয়া যাচ্ছে নেট দুনিয়ায়। আর তারইমাঝে অনুরাগীদের জন্য বিশেষ ঘোষণা করলেন বলিউডের দুই তারকা রণবীর ও আলিয়া।
রণবীর আলিয়ার বিশেষ ঘোষণা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি, রণবীর কপূর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং 'ব্রহ্মাস্ত্র'র কলাকুশলীরা সকলে স্পেশাল স্ক্রিনিংয়ে রয়েছেন। জানা যাচ্ছে, এই প্রথমবার তাঁরা 'থ্রিডি'তে দেখলেন 'ব্রহ্মাস্ত্র'। এরইসঙ্গে জানা যাচ্ছে যে, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর অনুরাগীদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন তাঁরা।
আরও পড়ুন - Raju Srivastava health: স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন রাজু শ্রীবাস্তব, খবর সূত্রের
প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দেশের বড় তিনটি সিনেমা হল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তির দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বরের জন্য তাদের সিনেমা হল থেকে ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই তথ্য জেনেই অবাক হলে চলবে না। রয়েছে আরও চমক। তারাই জানাচ্ছে, প্রথম সপ্তাহ শেষে এখনও পর্যন্ত শুক্রবার, শনিবার ও রবিবার মিলিয়ে অগ্রিম বুকিং হয়ে গিয়েছে প্রায় ২ লক্ষ। অর্থাৎ, প্রথম তিনদিনের জন্য ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া টু' দারুণ ব্যবসা করেছিল বক্স অফিসে। সেই ছবির প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে টিকিট বিক্রি হয়েছিল ১.০৩ লক্ষ। অর্থাৎ, রণবীর কপূরের এই ছবি যে বক্স অফিসে বেশ ভালো মতোই ঝড় তুলতে চলছে, তার কিছুটা আন্দাজ করা যাচ্ছে।
সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। বিগ বাজেট এই ছবিতে ব্যাপক মাত্রায় ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তবে, তার পাশাপাশি ছবির কলাকুশলীরাও নানা বিপজ্জনক দৃশ্যে কোনও স্টান্টম্যান ছাড়াই অভিনয় করেছেন। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন কর্ণ। তাতে দেখা যাচ্ছে, বিপজ্জনক একটি দৃশ্যে অভিনয় করছেন রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং নাগার্জুনকেও। কোনও স্টান্টম্যান ছাড়াও বিপজ্জন দৃশ্যে কীভাবে অভিনয় করছেন রণবীর- আলিয়া, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।