মুম্বই: কখনও বলিউডের অন্যতম হট নায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফাঁস করে শিরোনামে, কখনও আবার পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের বিরুদ্ধে স্বজন-পোষণের অভিযোগ এনে আক্রমণ। কঙ্গনা রানাউত সত্যিই যেন একটু বেশিই সাহসী। তবে এর আগে তাঁর এই মেরুদণ্ড সোজা রেখে সত্যি কথা বলার স্বভাবকে অনেকেই কুর্ণিশ জানিয়েছেন। কিন্তু এবার কঙ্গনার বিরুদ্ধে একসময় তাঁকে তাঁর সমস্ত লড়াইয়ে সমর্থন জানানো ‘সিমরান’ ছবির চিত্রনাট্যকার অপূর্ব আসরানিই মিথ্যা বলার অভিযোগ আনলেন।


কঙ্গনা সম্প্রতি ফেসবুকে লাইভ হয়ে, এবং ছবির বিভিন্ন পোস্টারে দাবি করেছেন, তিনি এই ছবির কাহিনীকার। একটি ওয়ান-লাইন স্ক্রিন প্লে থেকে ছবিটিকে একটি সুন্দর গল্পের চেহারা দিয়েছেন তিনি। সেকথা শুনেই এবার ক্ষেপে গেছেন ‘আলিগড়’ এবং ‘সিটিলাইট’ খ্যাত চিত্রনাট্যকার অপূর্ব। বাস্তবে তিনিই হলেন এই ছবির আসল কাহিনীকার, অন্তত এমনই দাবি অপূর্বর।

এবিষয়ে তিনি ছবির পরিচালক হনসল মেহেতার বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি। তাঁর দাবি, অন্যায় এবং মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত্। অভিনেত্রীর দাবির সামনে কার্যত মাথা নীচু করে পোস্টারেও কঙ্গনাকে এই ছবির সহ-লেখকের ক্রেডিট দেওয়া হয়েছে। এমনকি কঙ্গনার নামই রয়েছে অপূর্বর ওপরে। তাঁর মতো সাহসী, প্রতিবাদী অভিনেত্রীর থেকে এধরনের আচরণ কার্যত কাম্য নয়, মন্তব্য অপূর্বর।

এই ছবিটি মূলত এক মার্কিন মহিলাকে কেন্দ্র করে লেখা, যিনি আইনের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন। সেই গল্পকেই 'সিমরান'-এ একটু মজার ছোঁয়া দেওয়া হয়েছে।