কলকাতা: সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা শুরু হয়েছিল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) -এর বিচ্ছেদ নিয়ে.. তা আপাতত স্থিমিত। সেই জল্পনা স্থিমিত করেছিল মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠান। দীর্ঘদিন পরে এক ফ্রেমে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্যকে। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও। তবে আসেননি জয়া বচ্চন। আর এবার, বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল জুনিয়র বচ্চন ও ঐশ্বর্য্যকে। বাবা মায়ের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার সময়েই ক্যামেরাবন্দি হলেন আরাধ্যা। তবে সেখানে আবার কটাক্ষের স্বীকার হলেন বচ্চন দম্পতি।
ক্যামেরায় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরোতে বেরোতে হঠাৎই লাফ দিয়ে ওঠে আরাধ্যা। তাতে ঐশ্বর্য্য বলেছেন, 'তোমাকে কি কেউ ধাক্কা মারল'? তার উত্তরে আরাধ্যার দুষ্টুমির হাসি। দেখেই বোঝা যায়, মজা করেছেন আরাধ্যা। আর এই ভিডিও দেখেই ভিন্ন জনের ভিন্ন মত। অনেকেই মনে করেছেন, বাবা আর মাকে একসঙ্গে পেয়ে খুশি আরাধ্যা। সেই আনন্দেই তিনি এরকম মজার ছলে লাফ মেরেছেন এয়ারপোর্টে। তবে অনেকে আবার উল্টো কথা বলেছেন। অনেকে বলেছেন, এত বড় মেয়ে বাচ্চাদের মতো আচরণ করছে কেন? নিশ্চয়ই ওর কোনও সমস্যা রয়েছে। অনেকে আবার লিখেছেন, অত্যাধিক বেশি আগলে রাখা হয় আরাধ্যাকে। সেই কারণেই এই অবস্থা। তবে এইসব নিয়ে মোটেই ভাবিত নন ঐশ্বর্য্য আর অভিষেক। তাঁরা এখন ব্যস্ত একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে।
অন্যদিকে, প্রকাশ্যে এসেছে বচ্চন পরিবারের একটি বিয়েবাড়ির ছবি। রবিবার বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক বিবাহ অনুষ্ঠানে অমিতাভ-জয়াকে দেখা গেল তাঁদের ছেলে অভিষেকের সঙ্গে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গিয়েছে প্রীতিভোজের অনুষ্ঠানে বর-বধূর দু’পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অমিতাভ ও জয়া। এক পাশে অভিষেক। কিন্তু এই ছবিতে কোথাও দেখা যায়নি ঐশ্বর্য্যকে। এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে জল্পনা ছড়িয়েছে। এর আগে স্কুলের অনুষ্ঠানে তো অভিষেক আর অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। তবে তাঁর সমস্যা কি কেবলমাত্র শাশুড়ি জয়ার সঙ্গেই? সেই কারণে এই অনুষ্ঠানে এলেনই না ঐশ্বর্য্য ও কন্যা আরাধ্যা? আর নতুন এই ভিডিতে যেন সেই জল্পনার সুরই শোনা গেল।