কলকাতা: ৩৯ বছরে পা রাখলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ছোটবেলা থেকেই একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। বলিউডে প্রথম ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তারপরে তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ছবি এসেছে দীপিকার হাতে। সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দীপিকা। কোলে এসেছে ছোট্ট কন্যা দুয়া। তবে তাঁর সম্পর্কে এই অজানা তথ্যগুলি জানেন কী? 


দীপিকার নামের বিশেষত্ব


দীপিকার নামের পরিবারের সবার নামের অর্থের মধ্যে সামঞ্জস্য রয়েছে। দীপিকার বাবার নাম প্রকাশ পাড়ুকোন। মায়ের নাম উজ্জ্বলা পাড়ুকোন। দীপিকার বোনের নাম অনিষা। এই প্রত্যেকটা নামেরই অর্থ হল আলো বা অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া বা জীবনে ঔজ্জ্বল্য। দীপিকার নামের মধ্যেও সেই ঔজ্জ্বল্যের অর্থই রয়েছে।


খুব কম বয়স থেকেই ক্যামেরার সামনে


বিভিন্ন বিজ্ঞাপনের হাত ধরে, খুব কম বয়স থেকেই ক্যামেরার সামনে কাজ করতে শুরু করেছিলেন দীপিকা। মাত্র ৮ বছর বয়স থেকে ক্যামেরার সামনে অভিনয় শুরু করেছিলেন তিনি। বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করতেন তিনি। তবে ২০০৪ সালে লিরিল সাবানের একটি বিজ্ঞাপনে নজর কাড়েন দীপিকা। 


ডেবিউ নয় বলিউডে


অনেকেই জানেন, 'ওম শান্তি ওম' দীপিকা পাড়ুকোন অভিনীত প্রথম ছবি। তবে অনেকেই যেটা জানেন না, সেটা হল দীপিকা প্রথম বড়পর্দায় পা রেখেছিলেন ২০০৬ সালে। কন্নড় ভাষায় 'ঐশ্বর্য্য' নামে একটি সিনেমা হয়েছিল। সেটিই ছিল দীপিকার প্রথম ছবি। সেই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছিলেন তিনি। 


কথা ছিল করবেন 'সাঁওয়ারিয়া'


একই সঙ্গে মুক্তি পেয়েছেল শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ও 'ওম শান্তি ওম' ছবিটি আর রণবীর কপূর (Ranbir Kapoor) ও সোনম কপূর (Sonam Kapoor) অভিনীত 'সাঁওয়ারিয়া' ছবিটি। তবে অনেকেই যেটা জানেন না, সেটা হল দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা ছিল 'সাঁওয়ারিয়া' ছবিটিতে। সোনম কপূরের জায়গায়। শাহরুখ নয়, দীপিকার প্রথম জুটি হওয়ার কথা ছিল রণবীর কপূরের সঙ্গে। কিন্তু তা হয়নি। 'সাঁওয়ারিয়া'-র অফার চলে যায় সোনম কপূরের কাছে। ও শাহরুখের নায়িকা হওয়ার সুযোগ পেয়ে যান দীপিকা। 


'চাঁদনি চক টু চায়না' ছবিতে স্টান্ট ওম্যান


অক্ষয় কুমারের সঙ্গে 'চাঁদনি চক টু চায়না' ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা। সেই সময়ে তিনি জুজুৎসু শিখে একাধিক স্টান্টস করেছিলেন নিজে নিজে। কোনও বডি ডাবল নেননি।


আরও পড়ুন: Amitabh Bachchan: হিন্দু, মুসলিম, শিখ, পার্সি নয়...পরিচয় ভারতীয়, দেশনায়কদের নিয়ে বিশেষ পোস্ট অমিতাভের