এই মোহময়ী মডেলের সঙ্গে ডেট করছেন আরবাজ, বোল্ডনেসে মালাইকাকে টক্কর
ছবি-ইন্সটাগ্রাম
ছবি-ইন্সটাগ্রাম
এই ছবিগুলি ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
দেখুন ইয়েলো মেহরার আরও কিছু ছবি
আরবাজ যাই-ই বলুন না কেন, ছবিতে স্পষ্ট তাঁরা দুজনে একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছেন।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে যাওয়ার সময় আরবাজ তাঁকে ছাড়তে এসেছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সলমন খান যখন জেলে গিয়েছিলেন তখন ইয়েলো মেহরা আরবাজের পরিবারের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছিলেন।
কিন্তু আরবাজের সঙ্গে মেহরার সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরদার হয়েছে গোয়ায় তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখে।
আরবাজ জানান, গোয়ায় তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল মেহরার। সেখানে তাঁর নিজের একটি রেস্তোরাঁ রয়েছে।
একটি সাক্ষাত্কার আরবাজ মেহরার সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, মেহরা তাঁর বন্ধু মাত্র।
ইন্সটাগ্রামে তাঁর শিহরণ জাগানো ছবি আগেও পোস্ট করেছে মেহরা।
আরবাজের সঙ্গে তোলা ছবি পোস্ট করতে আদৌ ইতস্তত বোধ করেননি মেহরা।
সূত্রের খবর, আরবাজের থেকে আট বছরের ছোট মেহরা।
শুধু মডেলই নন, তিনি শেফ ও ইন্টিরিওর ডিজাইনারও
এই মডেলের নাম ইয়েলো মেহরা
কিছুদিন আগেই এই মডেল আরবাজের সঙ্গে গোয়ায় তোলা তাঁর ও আরবাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
মালাইকা অরোরার সঙ্গে বিয়ে ভাঙার পর এখন এক নয়া মডেলের সঙ্গে ডেট করছেন আরবাজ খান।