'সিক্সার কিং' গেইলের টি ২০ তে নয়া রেকর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2018 03:35 PM (IST)
1
আইপিএলে এই নিয়ে মোট চারবার এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কার নজির গড়লেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
2
এই নিয়ে ১৬ বার একটি ইনিংসে ১০ বা তার বেশি ওভার বাউন্ডারি মারলেন তিনি।
3
সবচেয়ে বেশিবার এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কার রেকর্ড গড়লেন তিনি।
4
এরইসঙ্গে গেইল টি ২০ ক্রিকেটে এমন একটি রেকর্ড করলেন যা বিশ্বে কোনও ব্যাটসম্যানেরই নেই।
5
পঞ্জাবের হয়ে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ক্রিস গেইল। তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি ছক্কা ও ১ টি বাউন্ডারিতে।
6
টুর্নামেন্টে পঞ্জাবের এটি তৃতীয় জয়। অন্যদিকে, চলতি মরশুমে এই প্রথম হারের মুখ দেখতে হল হায়দরাবাদকে।
7
আইপিএল ২০১৮-র ১৬ তম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাব সানরাইজার্স হায়দরাবাদকে ১৫ রানে হারিয়ে দিয়েছে।