কলকাতা: ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে, শুরু করেছিলেন নতুন জীবন। তাঁদের বিবাহের ছবি কার্যত সোশ্যাল মিডিয়ার সবার নজর জুড়িয়ে দিয়েছিল। আর এবার কি, সন্তানের বাবা মা হতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda) আর তাঁর স্ত্রী লিন লাইশরাম (Lin Laishram)? সদ্য সোশ্যাল মিডিয়ায় দীপাবলি উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। আর সেই ছবি দেখেই অনেকের সন্দেহ হয়েছে, লিন লাইশরাম কী অন্তঃসত্ত্বা? গোলাপি শাড়ির আড়ালে তিনি কী লুকিয়ে রেখেছেন বেবি বাম্প?
সোশ্যাল মিডিয়ায় সদ্যই দীপাবলি উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন রণদীপ হুডা। বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে দীপাবলির উৎসব কাটিয়েছেন তাঁরা। রঙ-মিলান্তি করে পোশাক পরেছিলেন লিন আর রণদীপ। ২ জনেই হালকা গোলাপি পোশাক বেছেছিলেন বিশেষ এই দিনের জন্য। বাড়িতে আয়োজন হয়েছিল পুজোর। পরিবারের সবাই উপস্থিত ছিলেন, ফুল আর প্রদীপে সেজে উঠেছিল ঘর। মুক্তোর নেকলেস আর খোলা চুলে, নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন লিন লাইশরাম। তবে শরীর জড়ানো সেই শাড়িতেই অনেক অনুরাগীর লিনকে দেখে মনে হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা।
সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই সংক্রান্ত কোনও খবর ভাল করে নেননি রণবীর বা লিন কেউই। সোশ্যাল মিডিয়ায় তাঁরা ২ জনেই দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। তবে রণবীর আর লিনের এই ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকেই লিখেছেন, তাঁরা কী খুব তাড়াতাড়িই কিছু সুখবর দিতে চলেছেন? তাঁদের কী সন্তান আসতে চলেছে? সরাসরি প্রশ্নই করে ফেলেছেন অনেকে। সব অনুরাগীই চান, এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখুন লিন আর রণদীপ। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি তারকা দম্পতি।
রণদীপ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। লিন প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর ছবি দিয়ে। 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি, একটি জুয়েলারি ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা এই লিন। রণদীপ হুডাকে শেষবার 'যাট' ছবিতে সানি দেওলের সঙ্গে দেখা গিয়েছিল। ছবিতে 'রানাটুঙ্গা' হয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন। এখন তাঁর হাতে 'অপারেশন খুকরি' এবং 'ম্যাচবক্স'-এর মতো ছবি রয়েছে।