Arijit Singh: বার বার অটোগ্রাফের আবদার, মঞ্চেই মেজাজ হারালেন অরিজিৎ

Arijit Singh News: সম্প্রতি চণ্ডীগড়ে শো করতে যান অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে গাইতে তিনি অটোগ্রাফ বিলোচ্ছিলেন

Continues below advertisement

কলকাতা: বলিউডের শিখর ছুঁলেও, তাঁর শিখর রয়ে গিয়েছে জিয়াগঞ্জে। বারে বারে বিভিন্ন ঘটনা বুঝিয়ে দেন, তিনি কেন সবার থেকে আলাদা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অরিজিতের একটি ভিডিও। মঞ্চে গান গাইতে গাইতে অরিজিৎ এমন কী করেছেন যা একদিকে সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছে, তেমনই মন জিতে নিয়েছে অনেক দর্শকের।

Continues below advertisement

সম্প্রতি চণ্ডীগড়ে শো করতে যান অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে গাইতে তিনি অটোগ্রাফ বিলোচ্ছিলেন। কখনও খাতায়, কখনও রুমালে। অরিজিৎ দর্শকদের বারণ করতে পারেননি অটোগ্রাফ বিলনো থেকে। আর তাই, গান করতে করতেই একের পর এক অটোগ্রাফ দিয়ে চলেছেন তিনি। হঠাৎ গান থামিয়ে দেন অরিজিৎ। দিয়ে বলেন, 'এখানে একজন মহিলা বলছেন, আপনি এইসব থামিয়ে দিয়ে গান করুন। উনি সঠিক কথাই বলছেন। আমি এখানে এইসব করতে তো আসিনি, গান করতে এসেছি। আপনারা বারে বারে আমার হাতে অটোগ্রাফ দেওয়ার খাতা ধরিয়ে দিচ্ছেন আর আমিও না করতে পারছি না। আমি এখানে এসেছি এই প্রত্যাশা নিয়ে যে ভাল করে গান গাইব। আমরা যদি কিছুক্ষণের জন্য এটা বন্ধ রাখি, সবারই ভাল লাগবে।'

এই ঘটনায় অরিজিৎ সমর্থন পান অনুরাগীদের থেকেও। সেই সময়ে অরিজিতের হাতে ছিল একটা রুমাল, অটোগ্রাফের জন্যই। তখনই তিনি ফিরিয়ে দেন ওই রুমাল। এরপরে ফের গানে মজেন অরিজিৎ, সুরে ভাসেন দর্শকেরাও।

সদ্য অরিজিতের শো-এ আরও একটি অবাক করা ঘটনা ঘটে। চণ্ডীগড়ের একটি কনসার্টে অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিংহ। সেখানেই দর্শকদের অবাক করে দিয়ে শিল্পীর সঙ্গে যোগ দেন অভিনেতা রণবীর কপূর। মঞ্চে উঠেই অরিজিৎ সিংহের পা ছুঁয়ে প্রণাম করতে যান অভিনেতা। যদিও তড়িঘড়ি তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

সম্প্রতি রণবীরের আসন্ন ছবি 'অ্যানিমল' ছবির 'সতরঙ্গা' গানটি মুক্তি পেয়েছে। সেটি গেয়েছেন অরিজিৎ নিজেই। মনে করা হচ্ছে ছবির প্রচারের জন্যই গতকাল চণ্ডীগড় গিয়েছিলেন রণবীর। আর সেখানেই গায়কের শো থাকায় একসঙ্গেই ছবির প্রচার সারেন। তাঁদের একসঙ্গে মঞ্চে দেখে উচ্ছ্বাস করতালিতে ফেটে পড়ে দর্শকমহল। 

 

আরও পড়ুন: Rashmika Mandana: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রশ্মিকার ফেক ভিডিও, সরব অমিতাভ

Continues below advertisement
Sponsored Links by Taboola