Arijit Singh: মঞ্চেই দর্শকদের জন্য চমক, কী ঘটেছিল অরিজিতের দুবাইয়ের শো-তে?

Arijit Singh at Dubai Show: সদ্য মুক্তি পেয়েছে 'দ্য আর্চিজ' সিনেমাটির ট্রেলার। আর এবার, দুবাইয়ের অনুষ্ঠানের মঞ্চে সেই ছবির গান গেয়ে তাক লাগিয়ে দিনের অরিজিৎ

Continues below advertisement

কলকাতা: অরিজিৎ সিংহ (Arijit Singh) মানেই তো একের পর এক চমক। সম্প্রতি, দুবাইতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই মঞ্চে উঠে নিজের নতুন গানের কথা ঘোষণা করলেন অরিজিৎ.. শোনালেন নতুন গানের ঝলকও। জোয়া আখতারের নতুন ছবি 'দ্য আর্চিজ'-এ শোনা যাবে অরিজিতের গান। দুবাইয়ের অনুষ্ঠানে সেই গানের ঝলক শুনিয়েই চমকে দিলেন অরিজিৎ। 

Continues below advertisement

সদ্য মুক্তি পেয়েছে 'দ্য আর্চিজ' (The Archies) সিনেমাটির ট্রেলার। আর এবার, দুবাইয়ের অনুষ্ঠানের মঞ্চে সেই ছবির গান গেয়ে তাক লাগিয়ে দিনের অরিজিৎ। এদিন মঞ্চে একের পর এক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। অরিজিতের শো মানেই সেখানে থাকে নতুন কিছু না কিছু চমক। এদিন শো-তে অরিজিত তাঁর গানের তালিকায় রেখেছিলেন একাধিক জনপ্রিয় গান। মূলত হিন্দি গানই এদিন শোনান অরিজিৎ। তবে এর মধ্যে থাকে দর্শকদের অনুরোধের কিছু গানও। অন্যান্য লাইভ শো-এর মতো, এদিনও দর্শকদের অনুরোধের গান শুনিয়ে মঞ্চ মাতান শিল্পী। কিন্তু এরপরে, ‘ইন রাহোঁ মেঁ’ গানটি গেয়ে শোনানো ছিল উপরি পাওনা। ইংরাজিতে যাকে বলে "Cherry on top"। 

বলিউডে আত্মপ্রকাশ শাহরুখ খান (Shah Rukh Khan) -কন্যা সুহানার (Suhana Khan)। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'দ্য আর্চিজ' (The Archies)-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিয়েছিলেন খোদ কিং খান।

সোশ্যাল মিডিয়ায় আজ মেয়ের প্রথম ওয়েব সিরিজের ট্রেলার শেয়ার করে  শাহরুখ লিখেছিলেন,  'একেবারে সময়োপযোগী একটা বিষয় এবং চরিত্রগুলো কখনও পুরনো হবার নয়। পৃথিবীটাকে যেন বড্ড ভঙ্গুর করে দেয়। এই ছবিটাকে জোয়া কী সরল অথচ বার্তাবহ করে তৈরি করেছে। আমাদের, আমাদের গোটা পৃথিবীর মানুষকে হয়তো পরিবেশ নিয়ে আরও একটু ভাবতে হবে। গোটা টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ এমন সুন্দর, সরল আর বার্তাবহ একটা ছবি তৈরি করার জন্য।'

আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। নেটফ্লিক্সের- প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। কেবল সুহানা নয়, এই মিউজি়ক্যাল ফিল্মের হাত ধরে অভিনয় জগতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের (Star Kid)। একজন শ্রীদেবী (Sridevi) ও বনি কপূরের (Bonny Kapoor)-এর কন্যা খুুশি কপূর (Khushi Kapoor) অপরজন, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda)। 

 

আরও পড়ুন: Bengali Serial Update: ম্যারাথনে অংশ নিতে গিয়ে অসুস্থ চাঁদ, সোহাগের বুদ্ধিতে শেষরক্ষা হবে কি?

Continues below advertisement
Sponsored Links by Taboola