কলকাতা: ১৮ ফেব্রুয়ারি ২০২৩-এর সন্ধ্যা কলকাতাবাসী মনে রাখবে বহুদিন। শহরের বুকে হাজির হয়েছিলেন ভারতীয় সঙ্গীত দুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিংহ (Arijit Singh Live Concert)। সুরের জাদু, কণ্ঠের মাদকতায় ভিজেছে হাজারো দর্শক-শ্রোতা। আর সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল অনুষ্ঠানের অজস্র ভিডিও। তারই মধ্যে ভাইরাল অরিজিৎ (Arijit) ও রূপমের (Rupam Islam) ডুয়েট। হ্যাঁ, এমনই এক সুরেলা মুহূর্তের সাক্ষী থাকল এদিন শহরবাসী।


অরিজিতের কনসার্টে রূপমের সঙ্গে ডুয়েট


১৮ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন অরিজিৎ সিংহ, এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা চরমে ওঠে অনুরাগীদের মধ্যে। চড়া দামের টিকিটও হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যায়। কিন্তু এরপরই তৈরি হয় বিতর্ক। শোনা যায় পূর্ব নির্ধারিত স্থানে হবে না শিল্পীর অনুষ্ঠান। ফলে ঠিক হয় নতুন স্থান। অবশেষে গতকাল, শনিবার সেই সন্ধ্যা এসে হাজির। অরিজিৎ সিংহ 'লাইভ' দেখতে উপস্থিত হন শুধু সাধারণ অনুরাগীরাই নন, ছিলেন একাধিক তারকাও। 


মঞ্চে তখন একের পর এক গান গেয়ে চলেছেন অরিজিৎ। গলা থেকে ঝোলানো গিটার, মাথায় গেরুয়া পাগড়ি, তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছে কয়েক হাজার শ্রোতা। হঠাৎ তিনি গাইতে শুরু করলেন, 'আরও একবার চলো ফিরে যাই...'। শিল্পী রূপম ইসলামের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় গান। 'ফসিলস'-এর গান। মঞ্চের পিছনের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে অরিজিতের 'প্রিয় রকস্টার' রূপমের ছবি। উচ্ছ্বাসে ফেটে পড়েছে সকলে। গান শুনে মুগ্ধ সেই গানের স্রষ্টা স্বয়ং। অরিজিৎ সিংহের লাইভ অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন রূপমও। দর্শকাসন থেকে অরিজিতের কণ্ঠে নিজের গান শুনে আপ্লুত তিনি, বাকিদের সঙ্গেই গলা মিলিয়েছেন। তারপরই সুর বদলে মঞ্চে অরিজিৎ গাইতে শুরু করলেন, 'একলা ঘর'। আর এমন এক সময়ে দুই শিল্পী একজোট হবেন না তা কি হয়? উপচে পড়া ভিড় ঠেলে নিরাপত্তারক্ষীদের সহায়তায় মঞ্চে কাছে এগিয়ে নিয়ে যাওয়া হল রূপম ইসলামকে। কে এগিয়ে আসছেন বুঝতে পেরেই দ্রুত মাইক নিয়ে মঞ্চ থেকে দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে এলেন অরিজিতও। নেমে পড়লেন নিচে। ব্যস! তারপর তৈরি হল সেই অভাবনীয় মুহূর্ত। মঞ্চের নিচে দাঁড়িয়ে গিটারে সুর তুলেছেন অরিজিৎ সিংহ, আর একেবারে সামনে দাঁড়িয়ে রূপম ইসলামের হাতে উঠে এসেছে মাইক। দুই তারকা একসঙ্গে তখন গলা মিলিয়েছেন। মাঝে একটা ব্যারিকেডের তফাত। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সকলে। আর সবশেষে একে অপরকে জড়িয়ে ধরা। অনুরাগীদের মতে 'গায়ে কাঁটা' দেওয়া মুহূর্ত। 


দুই জাতীয় মানের তারকা শিল্পী। একজনের শহরে অপরজনের অনুষ্ঠান। সঙ্গীতের মাধ্যমে সবকিছুই মিলেমিশে একাকার। 'ম্যাজিকাল ডুয়েট' শেষে অরিজিৎ সিংহ বলে উঠলেন, 'থ্রি চিয়ার্স ফর রূপম ইসলাম'। পাল্টা রূপম বললেন, 'অরিজিৎ, উই লাভ ইউ। তুমি আমাদের গর্ব। ধন্যবাদ অরিজিৎ।'


 



আরও পড়ুন: Ayushmann Khurrana: আয়ুষ্মান খুরানার কাঁধে নতুন দায়িত্ব দিল ইউনিসেফ ইন্ডিয়া


প্রসঙ্গত, এটাই রূপম ও অরিজিতের সামনাসামনি প্রথম দেখা। সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিং পোস্ট করেছেন রূপম ইসলাম নিজেই। লিখেছেন, 'ধন্যবাদ অরিজিৎ। অনেক ভালবাসা। এই প্রথম আমাদের সামনাসামনি দেখা হল। তাও আবার গানে গানে। এর চেয়ে ভাল আর কী হত! সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে।' গোটা শহরবাসীও এখন সেই 'আবার হবে'র আশাতেই বুক বাঁধছে।