মুম্বই: বলাইবাহুল্য তার গান সারাবছরই যারা শোনেন, আজকের দিনে একটু বেশিই চর্চা হবে, তার গান চলবে রেডিও থেকে লাইভ কিংবার রিয়েলিটি শোয়ের স্টেজগুলিতে। তবে অনেকেই বলেন, একঘেয়েমির বাইরে, যেমন অচেনার আনন্দ নিতে কার না ভাল লাগে,  হাত বদলে খেতেও ভালবাসেন ভোজনরসিকরা। ঠিক তেমনই অনেকসময় বোঝা হয়ে ওঠে না, কোন গানগুলি শুনতে এই মুহূর্তে চাইছে মন ? কোন গান প্লে লিস্টে, বা মোবাইল অ্যাপে পছন্দের তালিকায় রাখা উচিত ? তাহলে চলুন, জেনে নেওয়া যাক, আজ অরিজিৎ সিংহের জন্মদিনে (Arijit Singh Birth Day), তার যে গানগুলি আপনার প্রিয় তালিকায় না রাখলেই নয়।


সমীক্ষা বলছে, অরিজিৎ সিংহের যে গানগুলি আপনি তালিকায় রাখতে পারেন-


১. ভেড়িয়া ছবি থেকে আপনা বানা লে।


২. ব্রক্ষ্মাস্ত্র ছবি থেকে কেশরিয়া।


৩. অ্যায় দিল হে মুশকিল থেকে চান্না মেরিয়া।


৪. হাফ গার্লফ্রেন্ড থেকে ফির ভি তুমকো চাহুঙ্গা।


৫. পল পল দিল কে পাস, টাইটেল ট্র্যাক।


৬. হামারি অধুরি কহানি।


৭. যব হেরি মেট সেজল্ থেকে সফর।


৮. পাঠান ছবি থেকে ঝুমে যো পাঠান। 


৯. আশিকী ২ থেকে তুম হি হো।


১০. কবির সিংহ ছবি থেকে তুঝে কিতনা চাহনে লাগে হাম।


সমীক্ষায় পরিসংখ্যান বলছে, এই গানগুলিই সবথেকে বেশি শুনেছেন অরিজিৎ অনুরাগীরা। তবে এর বাইরে কিছু গান আছে, সেগুলিও অনেকেই শুনতে পছন্দ করেন। যেমন প্রীতমের সুরে অনুরাগ বাসুর ছবি বরফি থেকে ফির লে আয়ে দিল। দিলওয়ালে থেকে গেরুয়া। কিংবা বাংলা ছবি বোঝে না সে বোঝে না থেকে টাইটেল ট্র্যাক।


বছরটা ছিল ২০০৫। মাত্র আঠেরো বছর বয়েসেই ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ের স্টেজে, গোটা দেশের মন ছুঁয়েছিলেন অরিজিৎ। তবে এই রিয়েলিটি শো থেকে যারা প্রথম হয়েছিলেন, তাঁরা স্রোতের সঙ্গে আজ অনেকটাই হারিয়ে গিয়েছেন। এদিকে দর্শক ভোটের জেরে যে মানুষটা ষষ্ঠতম স্থান থেকে বাদ পড়েছিলেন, সংখ্যা দৌড়ে বিশ্বাস না রাখা সেই অরিজিৎ আজ গোটা বিশ্বের হৃদপিন্ড।   


আরও পড়ুন, তাঁর গানে ডুববে, নাকি জীবনধারায় ? আজ অরিজিতের জন্মদিনে শুভেচ্ছার বন্যা


গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ক্লাসিক্যাল তালিম নেন অরিজিৎ সিংহ। তবে ২০০৫ এর ফেম গুরুকুল রিয়েলিটি শোয় তার জীবনের অন্যতম একটি প্ল্যাটফর্ম। এর ঠিক দুই বছরের মধ্যেই, ২০০৭ সালে সঞ্জয়লীলা বনশালী, সাওরিয়া ছবিতে তাঁকে সুযোগ দেন। তবে ফেম গুরুকুল ছাড়াও তিনি আরও একাধিক রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। ১০ কে ১০ লে গয়ে দিল। এই প্রতিযোগিতায় তিনি জয়ী হন।