কলকাতা: ধারাবাহিকের সেটে যেন অকাল দুর্গাপুজো। রোজকার ছক ভেঙে সবাই সেজেছেন নতুন রূপে, নতুন সাজে। ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Fuler Madhu)-র শ্যুটিং সেট হঠাৎ হয়ে উঠেছে ব়্যাম্প! দত্তবাড়ির ধ্যানধারণা ভেঙে যেন ফের এক নতুন মোড় গল্পে। দত্তবাড়ির ছোটরা তো বটেই, নতুন শাড়িতে সেজে, ব়্যাম্পে হাঁটলেন কৃষ্ণা দত্তও! কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে ভাগ করে নিলেন অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)। 


দত্তবাড়িতে তিনিই তো সবসময় দাঁড়ান পর্ণার সমস্ত পরিকল্পনার বিপরীতে। তাহলে পর্ণার পরিকল্পনায় সঙ্গ দিয়ে ফের একবার ছক ভাঙলেন অরিজিতা? হাসতে হাসতে অভিনেত্রীর উত্তর, 'আমার কাছে ধারাবাহিক কখনোই একঘেয়ে নয়। রোজ নতুন একটা চমক থাকে। এটা আমার দ্বিতীয় ব়্যাম্পওয়াক। প্রথমটা করেছিলাম 'ফাটাফাটি'-র সময়ে। তবে এটা শুধু একটা ফ্যাশন শো নয়, এর সঙ্গে অনেক আবেগও জড়িয়ে রয়েছে। ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে, সৃজন দুর্ঘটনায় আহত। আর ওর কারণেই এই শো-টার আয়োজন করা হয়েছে। ফলে এটা কেবল একটা ব়্যাম্প শো নয়, অনেকটা আবেগও জড়িয়ে রয়েছে।'


শ্যুটিংয়ে রোজ তাঁতের শাড়ি, এরকমভাবে চুল বাঁধা... ফ্যাশন শো-এর দিনটা কতটা আলাদা ছিল? অরিজিতা বলছেন, 'আমরা, মানে দত্তবাড়ি চরিত্রের বাইরেও যেন একটা পরিবারের মতোই। ব়্যাম্পওয়াকের এই কয়েকটা দিন আমরা রীতিমতো ঘরে ঘরে ঘুরে দেখতাম, অন্যরকম সাজে সবাইকে কেমন লাগছে। আমার মনে পড়ে যাচ্ছিল আমার নিজের বাড়ির দুর্গাপুজোর কথা। সব মিলিয়ে এই কয়েকটা দিন একেবারে অন্যরকম আমেজ ছিল দত্তবাড়ির সেটে।'


কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচিত ও ট্রোলড দুইই হয়েছেন অরিজিতা। তবুও কৃষ্ণা দত্ত তাঁর বড় প্রিয়। কেন? অভিনেত্রী বলছেন, 'দ্বন্দ্ব তো সব জায়গায় থাকে। দ্বন্দ্ব না থাকলে নতুন কিছু তৈরি হবে কি করে! আমার কাছে চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, চরিত্রটা গল্পের কোন জায়গায় রয়েছে। যদি সঠিক কারণ থাকে, তাহলে আমি নেতিবাচক চরিত্র করতে রাজি চিরকাল। আমি একটা চাকরি ছেড়ে ধারাবাহিকে এসেছি শুধুমাত্র প্যাশনের জন্য। আমার হাতে অস্ত্র বলতে সেই অভিনয়টাই। সেটা দিয়ে যদি মানুষের মধ্যে একটা কোনও ভাল বার্তা দিতে পারি, সেটাই আমার সাফল্য। ভাল চরিত্রকে তুলে ধরতে তো তার বিপরীতে একটা খারাপ চরিত্র থাকা প্রয়োজন। আমি না হয় সেই খারাপটাই হলাম। আমি চাই, যাঁরা সন্ধেবেলা ছোটপর্দায় আমায় দেখবেন, আমার অভিনয় যেন তাঁদের ভাবায়, কিছু বার্তা দেয়। আমার কাছে এমন অনেক ফোন আসে, যাঁরা বলেন, 'নিম ফুলের মধু' ধারাবাহিক নাকি তাঁদের শাশুড়ির ব্যবহারে পরিবর্তন এনেছে। আসলে কৃষ্ণা দত্তের মতো চরিত্ররা আমাদের ঘরে ঘরে রয়েছেন। একসময় আমি চাকরি করতাম, তখন আমার সহকর্মীদের মুখে তাঁদের বাড়ির কথা শুনতাম। এখন আমার বিশ্বাস করতে অসুবিধা হয় না, এমন চরিত্র সত্যিই রয়েছে। আমি তো এই চরিত্রটাকে সেলিব্রেট করি, কারণ আমার চরিত্রটা রয়েছে বলেই পর্ণার লড়াইগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়।'


আরও পড়ুন: Veere Di Wedding sequel: শুরু হতে চলেছে ‘ভিরে দি ওয়েডিং ২’-এর শ্য়ুটিং, কেমন হতে চলেছে এই সিক্য়ুয়েলের গল্প?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial